নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গোয়ায় ডেম্পো ম্যাচে হারের পর সমর্থকরা মনমরা হয়ে গেলেও, ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো কোলাসো কিন্তু এখনও মনে করছেন লাল-হলুদের আই লিগ জয়ের আশা এখনও শেষ হয়ে যায়নি। খেতাবের লড়াইতে এখনও ফেরা সম্ভব।
আর সেটা হতে গেলে আর্মান্দোর থিওরি, শনিবারের ডার্বি ম্যাচে মোহনবাগানকে হারাতে হবে যে কোনও মূল্যে। বুধবার সকালে অনুশীলনের পর ইস্টবেঙ্গল কোচ বলেই দিলেন, “ডার্বি জিতলেই দলটা একটা ছন্দ পেয়ে যাবে। যে ছন্দটা ডার্বির পরের ম্যাচগুলোতে তিন পয়েন্ট পেতে সাহায্য করবে। আর কেউ গ্যারান্টি দিতে পারেন না যে লিগ টেবিলের উপরের দিকে থাকা দলগুলো পয়েন্ট নষ্ট করবে না।”
লাল-হলুদ শিবিরের অন্দরমহলের খবর, এ দিন অনুশীলনে পাখি পড়ার মতো করে এ কথাটাই বুঝিয়েছেন মেহতাব-অর্ণবদের। সেখানে বলেছেন, তিনটে কারণে মোহনবাগানের বিরুদ্ধে জয় দরকার। এক, ডার্বি ম্যাচের গুরুত্বই আলাদা। দুই, এই ম্যাচ না জিতলে আই লিগ জয়ের শেষ সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে। তিন, ডার্বিতে ম্যাচ জেতানো পারফরম্যান্স আগামী মরসুমে ফুটবলারদের দর বাড়ার ক্ষেত্রে একটা বড় প্রভাবক হতে পারে। |
মরিয়া কোলাসো। বুধবার ইস্টবেঙ্গল প্র্যাকটিসে। ছবি: শঙ্কর নাগ দাস। |
ভিটামিন এম-এর গন্ধ মাখানো আর্মান্দোর এই ভোকাল টনিক ডার্বি ম্যাচের আগে ফুটবলারদের যে অনেকটাই চাগিয়ে দিয়েছে তা তাঁদের কথাতেই পরিষ্কার। অধিনায়ক মেহতাব হোসেনও বলছেন, “শুধু ডার্বি নয়। আমাদের এখন টানা পাঁচটা ম্যাচ জিততে হবে চ্যাম্পিয়ন হতে গেলে। সেক্ষেত্রে লিগ তালিকায় ওপরের দিকে থাকা দলগুলি হারলে বা ড্র করলেই আমাদের মিশন সফল হয়ে যাবে।”
সাংবাদিকদের সামনে লাল-হলুদের গোয়ান কোচ যদিও বলছেন, “আই লিগে প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রত্যেক ম্যাচই ডার্বি। সুতরাং এখন সব ম্যাচ জেতা ছাড়া কোনও রাস্তা খোলা নেই আমাদের সামনে। কাজটা কঠিন হতে পারে। কিন্তু অসম্ভব নয়।”
হ্যামস্ট্রিংয়ের পুরনো চোটে কাবু চিডির গলাতেও সেই সবুজ-মেরুনকে হারানোর আকুতি। এ দিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন না করলেও হাল্কা জগিং এবং হাঁটাহাঁটি করেই প্রথমে জিমে এবং পরে ড্রেসিংরুমে ঢুকে যান আর্মান্দোর এই নাইজিরিয়ান গোলমেশিন। তাঁর কথায়, “পেশিতন্তু ছেড়েনি। আজ অনুশীলন করিনি। ডার্বির আগে এখনও দু’দিন সময় পাব। ফলে বিশ্রামটা পাওয়া যাবে। মনে হয় না খেলতে সমস্যা হবে।” ক্লাব সূত্রে খবর, চিডিকে পাওয়ার ব্যাপারে পুরোপুরি আশাবাদী লাল-হলুদ শিবির। এ দিকে, বুধবার গভীর রাতেই উগা ওপারা শহরে ফিরছেন বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। তবে ডার্বিতে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে কোচ এ দিন কোনও মন্তব্য করেননি। আর্মান্দোর কথায়, “উগা, রবার্ট, চিডির চোট রয়েছে। তবে শনিবার এদের মধ্যে কে খেলবে তা ঠিক করা হবে ক্লাব কর্তা এবং ডাক্তারদের সঙ্গে আলোচনা করার পর।”
ডেম্পো ম্যাচে গুরবিন্দর লাল কার্ড দেখায় তিনি নেই। ফলে ডার্বিতে সেন্ট্রাল ডিফেন্স সামলাতে আর্মান্দোর বাজি অর্ণব মণ্ডল এবং রাজু গায়কোয়াড়। ফলে শহরে ফিরে ওপারা যদি খেলার মতো অবস্থায় থাকেন তা হলে রক্ষণের চিন্তা অনেকটাই মিটবে বলে অভিমত ইস্টবেঙ্গল শিবিরের। মঙ্গলবার রাতে গোয়া থেকে ফিরে এ দিন সকালে দেড় ঘণ্টার অনুশীলনে আর্মান্দো ফুটবলারদের আপাতত এটাই মনে করিয়ে দিতে পেরেছেন, ডেম্পো ম্যাচ অতীত। হা-হুতাশ করার বদলে মোহনবাগানকে হারানোর জন্য ঝাঁপাতেই হবে সুয়োকা-মোগাদের। বুধবার সকাল থেকেই তার সলতে পাকানো শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। |