সংবাদ সংস্থা • কেপ টাউন
২৬ ফেব্রুয়ারি |
তৃতীয় টেস্টের আগেই লড়াই শুরু হয়ে গেল অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের বল বিকৃতির অভিযোগে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে দুই শিবির।
অস্ট্রেলিয়ার ওপেনারের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি ডে’ভিলিয়ার্সদের কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন ওয়ার্নারের এই মন্তব্য তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের তাতিয়ে দেবে। ১ মার্চ থেকে তৃতীয় ও সিরিজের শেষ টেস্ট খেলতে মঙ্গলবার কেপ টাউন পৌঁছেছে দুই দলই। বুধবার ডমিঙ্গো বলেন, “এ রকম অভিযোগ করলে সব সময়ই সেটা হতাশাজনক। আমাদের মোটিভেশনের অভাব নেই। ওয়ার্নারের মন্তব্য আমাদের আরও তাতিয়ে দিল।”
দ্বিতীয় টেস্টে ডেল স্টেইন, ভার্নন ফিলান্ডার ও মর্নি মর্কেলদের রিভার্স সুইংয়ে পর্যুদস্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নার বলেছিলেন, “এবি ডে’ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার) প্রত্যেক বার বলের রাফ দিকটা গ্লাভস দিয়ে ঘষছিল কি না আমরা সেই প্রশ্নটাই তুলছি। আম্পায়ারদের সামনে আমরা বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি।” যার উত্তরে ডমিঙ্গো আবার বলে দেন, “আমরা সততার সঙ্গে খেলি। সেটা নিয়ে গর্বিতও। একটা দলকে যখন কাঠগড়ায় তোলা হয় সেটা মোটেই ভাল শোনায় না। এ রকম মন্তব্য করা ওঁর উচিত হয়নি।” |
অভিযোগ উড়িয়ে দিচ্ছেন ডে’ভিলিয়ার্সরা। |
দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মহম্মদ মুসাজি আবার বলে দেন, “ডেভিড ওয়ার্নারের মন্তব্য হতশাজনক ও নিরুৎসাহী। দক্ষিণ আফ্রিকা টিমের পারফরম্যান্সের জৌলুস নষ্ট করার চেষ্টা। অনেকটা আঙুর ফল টকের মতো। এ সবে টেনে এনে টেস্ট সিরিজ থেকে আমাদের মনসংযোগ নষ্ট করার ওদের ট্যাকটিকাল কোনও পরিকল্পনাও হতে পারে।” সঙ্গে তিনি আরও যোগ করেন, “ওয়ার্নারের মন্তব্যকে কেউ পাত্তা দিয়েছে কি না সন্দেহ রয়েছে। আমরা ব্যাপারটা আইসিসি-র উপর ছেড়ে দেব।”
তবে অস্ট্রেলীয় শিবিরের অভিযোগের তীব্র প্রতিক্রিয়া দিলেও পাঁচ মাস আগের ঘটনায় কিছুটা অস্বস্তিতে থাকতে পারে প্রোটিয়া শিবির। গত বছর অক্টোবরে পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ দু’প্লেসিকে বল বিকৃতির অভিযোগে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল। ট্রাউজার্সের জিপারের কাছে বল ঘষার জন্য দু’প্লেসি এই শাস্তির মুখে পড়েছিলেন।
দক্ষিণ অফ্রিকার কোচ আবার মনে করেন তৃতীয় টেস্টে ক্যাপ্টেন গ্রেম স্মিথকে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা যাবে। চলতি সিরিজে একেবারেই ফর্মে দেখায়নি স্মিথকে। চার ইনিংসে তাঁর মোট রান ৩৭। সর্বোচ্চ ১৪। “গ্রেমের রেকর্ডই বলছে ও কী রকম প্লেয়ার। প্রত্যেক সিরিজেই ওর অবদান থাকে। সেটা নেতা হিসেবে তো বটেই ব্যাটসম্যান হিসেবেও,” বলেন ডমিঙ্গো। |