সংবাদ সংস্থা • কোয়ম্বত্তূর
২৬ ফেব্রুয়ারি |
গতির দাপটে বয়স নিয়ে চালু ধ্যানধারণা একেবারে গুঁড়িয়ে ধুলো করে দিলেন মেরঠের এক ‘তরুণ তুর্কি’। নাম ধর্মপাল গুজ্জর। বয়স মাত্র ১১৬!
পঁয়ত্রিশতম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স-এ ৪৬.৭৪ সেকেন্ডে দু’শো মিটার দৌড়ে সাড়া ফেলে দিয়েছেন উত্তরপ্রদেশের এই কৃষক। সংবাদ সংস্থা জানিয়েছে, মেরঠ জেলার গুঢা গ্রামের ধর্মপালের জন্ম নাকি ১৮৯৭-এর ৬ অক্টোবর। আজও তিনি শুধু পেটানো শরীরের অধিকারীই নন, ফেসবুক প্রোফাইল থাকা শতবর্ষ প্রাচীন যুবকের মনটাও সমান তরতাজা। মঙ্গলবার এখানে চারশো মিটারে সোনা জিতেছিলেন। পরের দিন নামেন দু’শো মিটারে। তবে বয়সের বিচারে তাঁর গ্রুপে দু’শো মিটারে আর কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায়, একাই দৌড়োন। |
ধর্মপাল জানিয়েছেন, তিনি দারুণ ফিট। সারা বছর দেশের বিভিন্ন প্রান্তে ম্যারাথনেও নামেন। শেষ দৌড়েছেন কোচি ম্যারাথনে। আর বয়স ভিত্তিক মাস্টার্স মিটগুলোয় এখনও তিন-চারটে করে সোনার পদক তাঁর বাঁধা! বিভিন্ন প্রতিযোগিতায় নামার জন্য সহকর্মী এবং বন্ধুরা তাঁকে অর্থসাহায্য-সহ সব রকমের সহযোগিতা করেন। তবে সরকারি স্তরে কখনও কোনও সাহায্য চাননি।
ধর্মপালের একটাই আফসোস। দেশের হয়ে কখনও কোনও আন্তর্জাতিক মঞ্চে নামার সুযোগ পাননি। “আমার যখন বয়স ছিল, তখন টাকা ছিল না। তাই দেশের হয়ে কখনও দৌড়নো হয়নি,” দু’শো মিটার দৌড়ের শেষে আক্ষেপ করেছেন অ্যাথলিট। |