|
|
|
|
আইটিপিএল |
জকোভিচদের নিলামের মুখে ফেডেরারের আশঙ্কা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মুম্বইয়ের ‘মার্কি’ প্লেয়ার কে হবেন? নাদাল না, জকোভিচ?
ব্যাঙ্কক দলে মেয়েদের ‘মার্কি’ প্লেয়ার কে? সেরেনা উইলিয়ামস না, আজারেঙ্কা?
সিঙ্গাপুর ‘লেজেন্ড’ ক্যাটেগরির জন্য কোন প্রাক্তন মহাতারকার পিছনে দৌড়বে? সাম্প্রাস না, বেকার?
টিম অকশনে কোন ফ্র্যাঞ্চাইজি বাজিমাত করবেন? মুম্বই দলের মালিক শেষমেশ কে হবেন? অনিল অম্বানীর রিলায়্যান্স কমিউনিকেশনস্, নাকি সচিন তেন্ডুলকরকে সামনে রেখে মুকেশ-নীতা অম্বানী?
এটিপি র্যাঙ্কিং, পেশাদার ট্যুর, গ্র্যান্ড স্ল্যাম-ট্যামের বদলে হঠাৎ-ই বিশ্ব টেনিসমহল জুড়ে নিলাম, ফ্র্যাঞ্চাইজি, ‘মার্কি’ প্লেয়ার-টেয়ার নিয়ে তুমুল জল্পনা, আলোচনা। যার পিছনে মহেশ ভূপতি-র মস্তিষ্কপ্রসূত আন্তর্জাতিক টেনিস প্রিমিয়ার লিগ বা সংক্ষেপে আইটিপিএল। সোজা কথা, অবসরের মুখে দাঁড়ানো ঊনচল্লিশ বছরের এক ভারতীয় টেনিস প্লেয়ারের এক ধাক্কায় টেনিস বিশ্ব এক অন্য বলয়ে গিয়ে পড়ছে। ক্রিকেটের আইপিএলের ধাঁচে টেনিস-ও দেখতে চলেছে ফ্র্যাঞ্চাইজি লিগ। ডলারের ঝনঝনানি। মহাতারকাদের মহাযুদ্ধ। |
জকোভিচ ভাইদের সঙ্গে বরিস বেকার। বুধবার দুবাইয়ে। ছবি: ফেসবুক। |
যার প্রথম পর্দা উঠতে চলেছে আগামী রবিবার। দুবাইয়ের ওবেরয় হোটেলের ব্যাঙ্কোয়েট হল-এ। যখন প্লেয়ারদের নিলামের আগে হবে টিমগুলোর নিলাম। মহেশের গোটা পরিকল্পনার সঙ্গে জড়িত এক প্রাক্তন ভারতীয় টেনিস প্লেয়ার এ দিন ইঙ্গিত দিলেন, আপাতত পাঁচ শহরের টুর্নামেন্ট চার শহরেরও হয়ে যেতে পারে। প্রথমে ঠিক ছিল, দুবাইয়ে ষষ্ঠ শহরভিত্তিক দলের নাম ঘোষিত হবে। সে জায়গায় এখন টুর্নামেন্টের অন্দরমহলের খবর, কুয়ালা লামপুর শেষ মুহূর্তে নাকি সরে দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে, ব্যাঙ্কক, সিঙ্গাপুর, হংকংয়ের সঙ্গে একমাত্র ভারতীয় টিম মুম্বই উদ্বোধনী আইটিপিএলে অংশ নেবে হোম-অ্যাওয়ে ভিত্তিতে চলতি বছরের ২৮ নভেম্বর-২০ ডিসেম্বর।
কেন একটা দল কমে যেতে পারে? আইটিপিএলের ওই সূত্রের ব্যাখ্যা, বিরাট অর্থের ব্যাপার। চট করে সে রকম ধনী ফ্র্যাঞ্চাইজি পাওয়া কঠিন। তবে আপাতত পাঁচ দলকে ধরেই পাঁচ পুরুষ ও পাঁচ মেয়ে ‘মার্কি’ প্লেয়ার ঠিক রাখা হয়েছে। প্রতি দলে এক জন পুরুষ ও মেয়ে থাকবেন। পুরুষদের পাঁচ নাদাল, জকোভিচ, বার্ডিচ, দেল পোত্রো, সঙ্গা কিংবা অ্যান্ডি মারে। মেয়েদের পাঁচ সেরেনা, আজারেঙ্কা, ওজনিয়াকি, ভেনাস, রাডওয়ানস্কা বা সামান্থা স্তোসুর। নাদাল, জকোভিচ, আজারেঙ্কার মতো ‘মার্কি’ প্লেয়ারদের একেক জনের জন্যই একেক সপ্তাহে এক মিলিয়ন ডলার নাকি চলে যাবে। শোনা যাচ্ছে, নাদাল, জকোভিচ, হিউইটের সঙ্গে মহেশের সংগঠনের চুক্তি চূড়ান্ত। আলোচনা চলছে মারের সঙ্গে। খুব অল্প সময়ের জন্য মারের বাণিজ্যিক প্রচারে মহেশের কোম্পানি জড়িত থাকলেও এখন আর নেই।
ভারতীয় টেনিসপ্রেমীদের স্বভাবত আগ্রহ মুম্বই দল নিয়ে। একটি সূত্র জানাচ্ছে, দেশের এক নম্বর সিঙ্গলস প্লেয়ার সোমদেব ছাড়াও স্থায়ী মুম্বই নিবাসী লিয়েন্ডার পেজ সম্ভবত দলে থাকবেন। ‘মার্কি’ প্লেয়ার হিসাবে নাদাল-জকোভিচের এক জন বা ‘লেজেন্ড’ বিভাগে বেকার-সাম্প্রাস-আগাসির কারও জন্য নিলামে মুম্বই শেষ পর্যন্ত লড়তে পারে। কারণ রীতিমতো বড় কোনও শিল্পগোষ্ঠী-ই কিনবেন আইটিপিএলের মুম্বই-কে।
আবার কিংবদন্তি টেনিস তারকাদের ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে আশঙ্কার ছবিও আছে। সেই আশঙ্কা শোনা যাচ্ছে, এক কিংবদন্তি টেনিস তারকার গলাতেই। তিনি রজার ফেডেরার ২০১৪-র আইটিপিএলে খেলছেন না-ই শুধু নয়, চলতি দুবাই ওপেনে খেলতে গিয়ে সেখানকার মিডিয়ার কাছে আইটিপিএল সম্পর্কে বলেছেন, “প্রথমত আমি দেখতে চাই টুর্নামেন্টটা আদৌ হয় কি না! আমি জানি প্রচুর মানুষ এই টুর্নামেন্টের পিছনে ডলার ঢেলেছেন, এর সঙ্গে জড়িত আছেন। টেনিস খেলাটার প্রসার বিশ্বের যেখানেই বাড়ুক, সেটা আমার কাছে খুশির খবর। তবে এই টুর্নামেন্টকে প্লেয়াররা কতটা শারারিক ভাবে দিতে পারবে বলা কঠিন। কারণ, সারা মরসুম খেলে বছর শেষের ওই সময়টা আমাদের বিশ্রাম আর পরের মরসুমের প্রস্তুতির সময়। যেটা যে কোনও বড় টুর্নামেন্টের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় প্লেয়ারদের কাছে।” |
|
|
|
|
|