মাথায় ধারাল অস্ত্রের আঘাতে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার ডানকুনি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের আকডাঙায় বাড়ি থেকে সায়রা বেগম (৩০) নামে ওই বধূর দেহ উদ্ধার হয়। তাঁর স্বামী আবুল শেখ পলাতক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় গাড়িচালক আবুলের বাড়ি ডানকুনিরই চাকুন্দিতে। সায়রার বাবা সফিউদ্দিন মণ্ডল আকডাঙায় নিজেদের বাড়ির কাছেই মেয়ে-জামাইয়ের জন্য একটি বাড়ি করে দেন। ওই দম্পতি সেখানেই থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বাপের বাড়িতে গিয়েছিলেন সায়রা। রাত ১১টা নাগাদ স্বামী তাঁকে ডেকে নিয়ে যান। প্রতিদিন সকালে মেয়ের বাড়িতে যান সফিউদ্দিন। এ দিন সকালে তিনি সেখানে গিয়ে দেখেন, বাইরে থেকে দরজা বন্ধ। পাশেই চাবি ঝোলানো। সফিউদ্দিন তালা খুলে ঘরে ঢুকতেই দেখেন, মেঝেতে নিথর অবস্থায় পড়ে রয়েছেন মেয়ে। কপালে এবং মাথায় গভীর ক্ষত। রক্তে চারদিক ভেসে যাচ্ছে। তাঁর চিৎকারে লোকজন জড়ো হয়ে যায়। উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ আসে। দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়। সফিউদ্দিন জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে। সফিউদ্দিনের অভিযোগ, “ঠিকঠাক সংসার খরচ দিত না জামাই। মেয়ে টাকা চাইলে অশান্তি করত। প্রায়ই মারধর করত।” |