গ্রামীণ বইমেলায় ভাল সাড়া জিরাটে |
তৃতীয় বর্ষ বলাগড় বইমেলা শেষ হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি জিরাট উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার উদ্বোধন করেন সাহিত্যিক কিন্নর রায়। মেলা কমিটির সম্পাদক তপন দাস জানান, এ বার মোট ৭২টি স্টল ছিল। তার মধ্যে বইয়ের স্টল ৪৯টি। বাকিগুলি ছিল বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের। রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের তরফেও মেলায় স্টল দেওয়া হয়েছিল। আশপাশের এলাকা থেকে বহু ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ গ্রামীণ এই বইমেলায় এসেছিলেন। তপনবাবুর দাবি, “আমাদের হিসেবে আট দিনে অন্তত ১২ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে।” শুধু বই বিকিকিনি নয়, মেলা দেখতে এসে সাংস্কৃতিক মঞ্চে নানা অনুষ্ঠান উপভোগ করেছেন মানুষ। কবি সম্মেলন থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়াদের নিয়ে ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, যুব সংসদ প্রতিযোগিতা আয়োজিত হয়। ছিল স্বর্ণযুগের গান, কবিতা পাঠ, ছৌ, ওড়িশি নৃত্য-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
|
শিল্পী সঙ্ঘের বার্ষিক অনুষ্ঠান উত্তরপাড়ায় |
উত্তরপাড়া শিল্পী সঙ্ঘের একবিংশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হল। স্থানীয় একটি পলিক্লিনিকের উন্নতিকল্পে উত্তরপাড়া গণভবনে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন উপস্থিত ছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী কৃপকরানন্দ। তিনি ভক্তিমূলক রাগসঙ্গীত পরিবেশন করেন। পরে উস্তাদ আরশাদ আলি খাঁ কল্যাণ এবং খাম্বাজ রাগে খেয়াল পরিবেশন করেন। পণ্ডিত পার্থ বসু সেতার শোনান। দ্বিতীয় দিন প্রারম্ভিক পর্বে খেয়াল পরিবেশন করেন সান্দিক ভট্টাচার্য। সেতার শোনান উস্তাদ শাহিদ পারভেজ। অন্তিম পর্বে ভজন এবং নজরুলগীতি পরিবেশন করেন অনুপ জলোটা।
|
জল প্রকল্পের উদ্বোধনে সুব্রত |
খানাকুল ২ ব্লকের শাবলসিংহপুরে এবং আরামবাগের আরান্ডিতে বুধবার দু’টি অনুষ্ঠানে এসেছিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শাবলসিংহপুরে গ্রামীণ জলপ্রকল্পের শিলান্যাস করে তিনি বলেন, “মানুষের শিলান্যাসে আস্থা নেই। বাম জমানায় তাঁরা বহু শিলান্যাস দেখেছেন। কিন্তু মিলিয়ে নেবেন, দু’দিনের মধ্যে স্থানীয় বিধায়ক ইকবাল আহমেদ লোকজন এনে এখানে কাজ শুরু করাবেন।” এই প্রসঙ্গেই বাম জমানার সমালোচনা করেন তিনি। এ দিন আরান্ডিতে একটি জলপ্রকল্প ও সেতুর উদ্বোধন করেন মন্ত্রী। ডিহিবাগনানে আবার মন্ত্রী বেচারাম মান্না একটি জলপ্রকল্পের উদ্বোধন করেছেন। |