|
|
|
|
জনমোহিনী হবে কি শেষ বৈঠক, কৌতূহল তুঙ্গে
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
২৬ ফেব্রুয়ারি |
শেষ রাতে কি অপেক্ষা করে আছে বড় কোনও চমক! লোকসভা ভোটের আগে মনমোহন সিংহ মন্ত্রিসভার কার্যত শেষ বৈঠক আগামী পরশু। সেই বৈঠকের পরেই রয়েছে মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক। কাজেই রাজনৈতিক শিবির থেকে প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, সেই সঙ্গে শিল্পমহল সবার নজর শুক্রবারে।
রাজনৈতিক বিরোধীরা মনে করছেন, ভোটে যাওয়ার আগে ওই বৈঠক থেকে একগুচ্ছ জনমুখী সিদ্ধান্ত ঘোষণা করে দিতে পারে কেন্দ্র। সেই সঙ্গে রাহুল গাঁধীর কর্মসূচি অনুযায়ী দুর্নীতি দমনের জন্য বকেয়া চারটি বিল নিয়ে অর্ডিন্যান্স জারির সিদ্ধান্তও হতে পারে। লোকসভা শেষের দিনেই রাহুল বলেছিলেন, বিলগুলি নিয়ে অর্ডিন্যান্স জারির ব্যাপারে প্রধানমন্ত্রী ও সনিয়া গাঁধীকে আর্জি জানিয়েছেন তিনি।
যদিও বৈঠকের বিষয়সূচিতে কোনও বকেয়া বিল নিয়ে অর্ডিন্যান্স জারির উল্লেখ এখনও পর্যন্ত নেই। কিন্তু আইন মন্ত্রক সূত্রের দাবি, একেবারে শেষ মুহূর্তে চারটি দুর্নীতি দমন বিল-সহ মোট ন’টি বিল নিয়ে অর্ডিন্যান্স জারির বিষয়টি জোড়া হতে পারে। এর মধ্যে প্রতিবন্ধীদের সামাজিক সুরক্ষা বিল, সেবি সংশোধন বিল, দলিতদের ওপর অত্যাচার দমন সংক্রান্ত বিলও রয়েছে। বিদায়ী সরকার ভোটের আগে অর্ডিন্যান্স জারি করতে পারে কি না, সেই বিষয়ে সংবিধান বিশেষজ্ঞদের মত নেওয়া হচ্ছে। এ ছাড়া, নতুন ৫০টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন, ৬০০টি মডেল স্কুলের সংস্কার-সহ প্রায় দু’ডজন বিষয় আলোচ্যসূচিতে রয়েছে। সেই সঙ্গে আদিবাসী এলাকা এবং মাওবাদী অধ্যুষিত জেলাগুলিতে রোজগার নিশ্চয়তা প্রকল্পের আওতায় বছরে একশো দিনের পরিবর্তে দেড়শো দিন কাজ দেওয়ার প্রস্তাবেও মন্ত্রিসভা সিলমোহর দিতে পারে বলে মনে করা হচ্ছে।
আজ নর্থ ব্লক, সাউথ ব্লক থেকে শুরু কেন্দ্রীয় সচিবালয়ের সমস্ত দফতরে মোটামুটি আলোচ্য ছিল বাড়তি মহার্ঘ ভাতা এবং সেই সঙ্গে জুড়ে থাকা বেতন বৃদ্ধির আশা। সূত্র জানাচ্ছে, সরকারি কর্মচারীদের জন্য ১০% মহার্ঘ ভাতা ঘোষণার প্রস্তাব ইতিমধ্যেই বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। সঙ্গে রয়েছে সপ্তম বেতন কমিশনের শর্তাবলী চূড়ান্ত করারও প্রস্তাবও। সরকারি কর্মচারীরা চাইছেন, ১০% মহার্ঘ ভাতা বাড়ানোর পরে যে হেতু মোট মহার্ঘ ভাতা মূল বেতনের ১০০% হয়ে যাবে, তাই এ বার তাঁদের জন্য অন্তর্বর্তী সুরাহা ঘোষণা করুক সরকার। অর্থাৎ ৫০% মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়া হোক। এ ছাড়া সরকারি কর্মীদের আগ্রহের অন্য বিষয়টি হল, অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা হবে কি না।
সূত্রের দাবি, মহার্ঘ ভাতার ৫০% মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাবটি বৈঠকে উঠবে। যদিও কর্মিবর্গ দফতর মনে করে, যে হেতু এ বার বেতন কমিশন গড়তে দেরি হয়নি, তাই অন্তর্বর্তী সুরাহার প্রশ্ন নেই। তবু ভোটের কথা ভেবে ওই প্রস্তাবে কেন্দ্রের সায় দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। বেতন কমিশনে প্রতিরক্ষা কর্মীদের জন্য আলাদা সুপারিশ থাকবে বলেও মনে করা হচ্ছে। তবে অবসরের বয়স বাড়ার সম্ভাবনা কম বলেই খবর।
সূত্রের দাবি, ভোডাফোনের ওপর কর চাপানোর সিদ্ধান্ত এই বৈঠকেই নেওয়া হতে পারে। বেশ কিছু রুগ্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থার জন্য আর্থিক প্যাকেজ ঘোষণাও করা হতে পারে। পাশাপাশি রিয়েল এস্টেট নিয়ন্ত্রক সংস্থা গঠনে ছাড়পত্র দিতে পারে কেন্দ্র। |
|
|
|
|
|