এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বর্ধমানে। ওই ছাত্রীর নাম সঞ্চিতা সরকার (১৬)। বাড়ি বর্ধমানের বাঁকুড়া মোড়ের কাছে চকপুরোহিত গ্রামে। স্থানীয় মাছখণ্ডা হাইস্কুলের ওই ছাত্রী বর্ধমানের সাধুমতী হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিলেন এ বছর। বুধবার সকাল ১০টা নাগাদ ওই পরীক্ষার্থীকে ডাকতে যান কয়েকজন সহপাঠী। দরজা খোলা না পেয়ে সঞ্চিতার মাকে খবর দেয় তারা। সঞ্চিতার মা, শান্তিলতা দেবী এসে দেখেন গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় তাঁর মেয়ের দেহ ঝুলছে। সঞ্চিতার এক আত্মীয় সঞ্জয় মণ্ডলের দাবি, “পরীক্ষায় সময় টিভি দেখে সময় নষ্ট করছিল সঞ্চিতা। তাই ওর মা বকাঝকা করে দোকানে কাজ করতে চলে যান।” এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা অবশ্য বলেন, “লেখাপড়ার চাপেই ওই কিশোরী আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি আমরা।” জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, লেখপড়ার চাপে বা অন্য কোনও মানসিক সমস্যায় ভোগা ছেলেমেয়েদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছে একটি বেসরকরি সংস্থা। অভিভাবকেরা চাইলে পুলিশ ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে।
|
মাথায় হাতুড়ি মেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে আসানসোল দক্ষিণ থানার রামজীবনপুরের ঘটনা। মৃতার নাম মালতী হেমব্রম (৪০)। তাঁর বাড়ির লোকেরা থানায় অভিযোগও দায়ের করেছেন। মালতীদেবীর স্বামী মঙ্গল হেমব্রম পলাতক। মৃতার দুই আত্মীয় লক্ষ্মী সোরেন ও অলকা সোরেনের অভিযোগ, “ঘুমন্ত অবস্থাতেই মালতীর মাথায় আঘাত করে মঙ্গল। দুই মেয়ে চিৎকার করে উঠলে মঙ্গল পালিয়ে যায়।” আশঙ্কাজনক অবস্থায় প্রথমে আসানসোল হাসপাতাল পরে সেখান থেকে গভীর রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। পথেই মারা যান মালতীদেবী। বুধবার বর্ধমান মেডিক্যালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।
|
অসংগঠিত শ্রমিকদের জন্য পেনশন, নির্মাণ ও পরিবহন কাজে যুক্ত শ্রমিকদের জন্য সামাজিক প্রকল্পগুলির সুষ্ঠু রূপায়ণের দাবিতে সরব হয়েছে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের ১৬তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে, জেলা পরিষদের মিটিং হলে অভ্যর্থনা কমিটির সভাপতি ফাল্গুনি মুখোপাধ্যায় বলেন, “প্রকল্পগুলিকে ঠিক ভাবে রূপায়িত করতে দ্রুত কর্মী নিয়োগ করতে হবে।” |