ঠিকা শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে আইএনটিটিইউসি-র দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধল দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে (ডিপিএল)। দু’পক্ষের কয়েক জনের পাশাপাশি সংঘর্ষ থামাতে গিয়ে জখম হলেন তিন পুলিশকর্মী ও সংস্থার এক নিরাপত্তাকর্মী। বুধবার দুপুরের এই ঘটনায় দু’পক্ষের দুই নেতা-সহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিপিএলে আইএনটিটিইউসি অনুমোদিত কর্মী সংগঠনের দু’টি গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। সংস্থার একটি সূত্রে জানা গিয়েছে, দু’পক্ষই আধিপত্য বিস্তারের চেষ্টা করায় মাঝে-মধ্যে ছোটখাট গোলমাল বাধে। একটি পক্ষের নেতা দেবদাস মজুমদার। অন্যটির মাথায় রয়েছেন জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। এ দিন ঠিকা শ্রমিক নিয়োগ নিয়ে দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে গোলমাল বাধে। গ্যাস প্ল্যান্টের সামনে পরস্পরের উপরে লাঠি, ইট-পাটকেল, রড নিয়ে চড়াও হয় তারা। ক্রমশ গোলমাল কারখানার বাইরেও ছড়িয়ে পড়ে। দু’পক্ষের প্রায় দশ জন জখম হন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও দেবদাসবাবুর ছেলে মৈনাক ও তাঁর এক অনুগামীকে ডিপিএল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
খবর পেয়েই পুলিশ বাহিনী এলাকায় যায়। ছিলেন এডিসিপি (পূর্ব) সুনীল যাদব, এসিপি পঙ্কজ দ্বিবেদি-সহ পুলিশের অন্য আধিকারিকেরা। লাঠি উঁচিয়ে দু’পক্ষকে হঠিয়ে দেয় পুলিশ। তার মধ্যে তিন পুলিশকর্মীও জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকেই ৮ জনকে আটক করে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়। শেষে জয়ন্তবাবু ও দেবদাসবাবু-সহ মোট ২১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে রাত পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ডিপিএলের নিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিকের অভিযোগ, “এ দিন গোলমালের সময়ে প্রচুর বহিরাগত লোকজন ঢুকে পড়েছিল, যাদের সঙ্গে সংস্থার কোনও সম্পর্ক নেই। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছে যায় যে তা আর আমাদের আয়ত্তে থাকেনি। পুলিশকে খবর দেওয়া হয়।” এ দিন রাত পর্যন্ত সংস্থার তরফে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ করা হয়নি। ওই নিরাপত্তা আধিকারিক জানান, সংস্থার তরফে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। |
ডিপিএলের একটি সূত্রে জানা গিয়েছে, ‘দুর্গাপুর প্রজেক্টস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন দেবদাসবাবু। ৩১ জানুয়ারি তিনি অবসর নেন। কিন্তু তিনি এখনও ওই সম্পাদক পদে রয়েছেন। সংস্থা ও সংগঠনের একটি সূত্রের দাবি, সেই পদে বসতে চান জয়ন্তবাবু। তা থেকেই বিরোধের সূত্রপাত। দু’পক্ষই নতুন ছেলেদের দলে টানতে চাইছে। আর তা করতে গিয়ে বিরোধ বাধছে দু’পক্ষের। সংস্থার একটি সূত্রে জানা গিয়েছে, জয়ন্তবাবুর এক অনুগামীকে দেবদাসবাবুর লোকজন শিবির ছেড়ে তাঁদের সঙ্গে যোগ দিতে বলেন। জয়ন্তবাবুরা তার প্রতিবাদ করার পরেই দু’পক্ষের মধ্যে ঝামেলা বাধে। দেবদাসবাবু ও জয়ন্তবাবুকে পুলিশ আটক করায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ডিপিএলে আইএনটিটিইউসি-র একাধিক গোষ্ঠী রয়েছে। এর আগে দেবদাসবাবুদের গোষ্ঠীর সঙ্গে ‘দুর্গাপুর প্রজেক্টস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’ নামে আর একটি ইউনিয়নের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ বার একই সংগঠনের দু’টি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ল। কারখানার বেশ কিছু সাধারণ কর্মী জানান, এমনিতেই সংস্থার আর্থিক পরিস্থিতি ভাল নয়। তার উপরে কারখানার ভিতরে এ ধরনের গোষ্ঠী-সংঘর্ষে নিরাপত্তার অভাব অনুভব করছেন তাঁরা। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “অশান্তি বরদাস্ত করা হবে না। যে বা যারা ঘটনায় জড়িত, পুলিশ-প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।” |