ফের খুললো কালনা ১ ব্লকের হাটকালনা পঞ্চায়েতের গোয়ারা তাঁতবিহীন তন্তুবায় সমিতি। কুড়িটি তাঁত-সহ ওই সমবায় সমিতির ভবন সংস্কারে খরচ হয়েছে ৫২ লক্ষ টাকা। বুধবার ওই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র, কুটির ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ।
একসময় গ্রামগঞ্জের অনেক তাঁতিরই নিজস্ব তাঁত ছিল না। আটের দশকের গোড়ায় ওই তাঁতশিল্পীদের এক ছাতার তলায় এনে তাঁত বোনার সুযোগ করে দিতেই ওই তাঁতবিহীন তন্তুবায় সমিতি গড়ে ওঠে। তন্তুজ সূত্রে জানা গিয়েছে, রাজ্যে একসময় ৮৩টি ওই ধরণের সমবায় থাকলেও এখন তা এসে দাঁড়িয়েছে ১৩টি তে। দীর্ঘদিন পড়ে থাকায় কালনার গোয়াড়ায় ওই সমবায়টির যন্ত্রপাতি-সহ যাবতীয় পরিকাঠামোই প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। |
অনেক জিনিস চুরিও হয়ে গিয়েছিল। মন্ত্রী হওয়ার পরে ওই সমবায়টি পরিদর্শনে আসেন স্বপনবাবু। তাঁতিদের জন্য ফের সমবায়টি খুলে দেওয়ার আশ্বাসও দেন তিনি। এ দিন স্বপনবাবু বলেন, “আপাতত ২০টি তাঁত দিয়ে সমবায় সমিতিটির সূচনা করা হল। ভবিষ্যতে চাহিদা থাকলে তাঁত বাড়ানো হবে। শাড়ি, ধুতি তৈরির জন্য সুতো, রঙ-সহ যাবতীয় জিনিস দেওয়া হবে। উৎপাদিত সামগ্রী নেবে তন্তুজ। শাড়ি, ধুতি পিছু অর্থ তাঁতিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে।” অনুষ্ঠানে তন্তুজের ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় বলেন, “তাঁতবিহীন তন্তুবায় সমিতির পণ্য বিপণনের ব্যবস্থা করব আমরা। তাঁতিদের শুধু রক্ষণেবেক্ষণের বিষয়ে সজাগ হতে হবে।” এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তন্তুজের অ্যাডিশনাল ডিরেক্টর সুদীপ ঘোষ, হ্যান্ডলুমের অ্যাডিশনাল ডিরেক্টর গোপাল বসাক, কালনা মবকুমা হস্তচালিত তাঁত আধকারিক কৌশিক হালদার, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ। |