পুর-ওয়ার্ড বাড়ানোর খসড়া পেশ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বালুরঘাট পুরসভার ২৩ ওয়ার্ড ভেঙে ২৫টি গড়া হচ্ছে। প্রশাসনের তরফে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করে ওই প্রস্তাব করা হয়েছে। আজ, সোমবার এই বিষয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে প্রশাসন। জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “বালুরঘাট পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ওই খসড়া প্রস্তাবে কারও আপত্তি থাকলে ২৩ মার্চের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।” প্রশাসনিক সূত্রে খবর, প্রায় দেড় লক্ষ বাসিন্দার বসবাস বালুরঘাট শহরে ভোটের সংখ্যা ৫০ হাজারের বেশি। পঞ্চায়েত নির্বাচনের পর পর বালুরঘাট পুরসভার ভোট। বালুরঘাট পুরসভাকে সি-ক্যাটাগরি শহরের মর্যাদা ধরে রাখতে গেলে ২৫টি ওয়ার্ড থাকতে হবে বলে পুর ও নগর উন্নয়ন দফতর নির্দেশ পাঠিয়েছিল। রাজ্য নির্বাচন কমিশন থেকে সম্প্রতি ওয়ার্ড পুর্নবিন্যাসের নির্দেশ দেওয়া হয়। এরপরই জেলাশাসকের নির্দেশে পুর কর্তৃপক্ষ কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে ২৩টি থেকে ২৫টি ওয়ার্ড তৈরির খসড়া প্রস্তাব প্রশাসনে জমা দেন। প্রস্তাব মত পুরসভার সবচেয়ে বেশি জনসংখ্যার ৪ এবং ১৪ নম্বর ওয়ার্ড ভেঙে চারটি ওয়ার্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে খসড়া তালিকায়।
|
নয়ানজুলিতে ট্রেকার, জখম ১২ যাত্রী
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ট্রাকের ধাক্কায় ট্রেকার নয়ানজুলিতে পড়ে যাওয়ায় ১২ জন যাত্রী জখম হয়েছেন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের ইটাহার থানার বিধিবাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। জখমদের মধ্যে এক মহিলা ও এক শিশু-সহ চার জনকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর যান নিয়ন্ত্রণের দাবিতে স্থানীয় বাসিন্দারা আধঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সূত্রের খবর, এদিন রায়গঞ্জ থেকে ইটাহারগামী ওই ট্রেকারটি বিধিবাড়ি এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল। সেই সময় মালদহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেকারটির পিছনে ধাক্কা মারে। ওই ঘটনায় যাত্রী-সহ ট্রেকারটি ছিটকে রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে যায়। বাসিন্দারা জখম যাত্রীদের উদ্ধার করে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। সেখান থেকেই আশঙ্কাজনক অবস্থায় চারজনকে রায়গঞ্জ জেলা হাসপাতালে রেফার করা হয়। ইটাহার থানার ওসি গৌতম রায় বলেন, “ট্রাক ও ট্রেকারটি আটক করা হয়েছে। দু’টি চালক ও খালাসি পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”
|
পুড়ল বাড়ি
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ছাইয়ের গাদা থেকে আগুন ছড়িয়ে ভস্মীভূত হল ১২টি গবাদি পশু-সহ ৩টি বাড়ি। শনিবার রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের শান্তিকলোনী এলাকায় ঘটনাটি ঘটে। এলাকার রাস্তা সরু হওয়ায় দমকল গুন নেভাতে সমস্যায় পড়ে। বাসিন্দাদের চেষ্টায় আগুন আয়ত্বে আসার আগেই ৬টি গরু এবং ৬টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। ৩টি বাড়ির জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
|
ধর্ষণের চেষ্টা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। শনিবার রাতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার বরা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম পতিশ রায়। রাতে পাঁচিল টপকে ঢুকে তিনি ওই বধূকে ধর্ষনের চেষ্টা করেন বলে অভিযোগ। বধূর স্বামী-সহ এলাকার লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
|
ডাকাতির জন্য জড়ো হওয়ার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ইসলামপুর থানার স্টেশন রোডে। ধৃতরা হলেন মহম্মদ রাসিদ ওরফে কানা রসিদ, মহম্মদ কাশরুদ্দিন, গুল মহম্মদ, আসরাফ আলম ও সারফুল। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, কার্তুজ ও ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। ইসলামপুর থানার আইসি মকসুদুর রহমান বলেন, “ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই দুষ্কৃতীরা। এর আগেও কয়েক বার চুরি ও ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়েছিল তারা।” গত ৯ ফেব্রুয়ারি ইসলামপুর শহরের লোকনাথ কলোনি এলাকাতে এক মুড়ি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনার ঘটে। পুলিশের সঙ্গে দুষ্কৃতী দলের গুলির লড়াই হয়। দুষ্কৃতীদের এক জনকে পুলিশ ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়।
|
সর্ব্বপল্লি রাধাকৃষ্ণন স্মৃতি তুফানগঞ্জ মহকুমা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্রিকেটে ফের চ্যাম্পিয়ন হল নাটাবাড়ি হাইস্কুল। রবিবার তুফানগঞ্জ ক্রীড়া সংস্থার মাঠে ফাইনালে তাঁরা নাগরুরহাট হাইস্কুলের দলকে ১২৪ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে নাটাবাড়ি ২০ ওভারে ৬ উইকেটে ২২৭ রান করে। |