উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-২ ব্লকের চাকুলিয়ায় একাধিক রাস্তা বেহাল হয়ে পড়েছে। কিসানগঞ্জ, ইসলামপুর ও ডালখোলা যাতায়াতে বিপাকে পড়ছেন বাসিন্দারা। যাত্রিবাহি গাড়ি ও মোটর চালিত ভ্যানরিকশা দুর্ঘটনার কবলে পড়ছে। দুর্ঘটনার আশঙ্কায় চাকুলিয়া থেকে বিভিন্ন রুটের বেসরকারি গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, বারবার সমস্যার কথা জেলা পরিষদ কর্তৃপক্ষকে জানানো হলেও রাস্তা মেরামতে কেউ উদ্যোগী হচ্ছে না। জেলা পরিষদের সভাধিপতি মোক্তার আলি সর্দার বলেন, “একাধিক রাস্তা বেহাল হয়ে পড়ায় বাসিন্দারা সমস্যায়। আমরা বিষয়গুলি দেখছি। কালিবাড়ি থেকে রামপুর পর্যন্ত রাস্তা মেরামতের কাজ হয়েছে।”
বাসিন্দারা জানান, গত এক বছর ধরে চাকুলিয়ার কালিবাড়ি থেকে রামপুর ১২ কিমি, পাটহাটি-ডালখোলা ২৫ কিমি ও বালিগুড়া থেকে ধরমপুর প্রায় ২৬ কিলোমিটার রাস্তা পুরোপুরি বেহাল হয়ে পড়েছে। তিনটি রাস্তারই পিচের চাদর উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কালিবাড়ি-রামপুর রুটের পথ দিয়ে বেলন গ্রাম পঞ্চায়েতের কয়েকশ বাসিন্দা, রোগী এবং পড়ুয়ারা প্রতিদিনই বিভিন্ন গাড়িতে চেপে কিসানগঞ্জ ও ইসলামপুরে যাতায়াত করে থাকেন। পাশাপাশি, পাটহাটি থেকে ডালখোলা দিয়েই চাকুলিয়া পঞ্চায়েতের কয়েকশ পড়ুয়া গাড়িতে ডালখোলার নানা স্কুল ও কলেজে যাতায়াত করেন। বালিগুড়া থেকে ধরমপুর রাস্তা দিয়ে সাহাপুর পঞ্চায়েতের বাসিন্দারা ও ব্যবসায়ীরা চাকুলিয়ার হাটে যাতায়াত করেন!
বাসিন্দাদের অভিযোগ, রাস্তাগুলি বেহাল হয়ে পড়ায় বিভিন্ন রুটের ১০টি বেসরকারি বাস ও ট্রেকার চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বাসিন্দারা সাইকেল ও ভ্যান রিকশায় চেপে গন্তব্যে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। গত তিন মাসে ৩টি বেহাল রাস্তায় ভ্যানরিকশা উল্টে ৩০ বাসিন্দা জখম হয়েছেন। চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ বলেন, “দলের তরফে আমরা আন্দোলন করলেও কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ রাজনৈতিক ষড়যন্ত্র করে রাস্তা মেরামত করছে না। রাস্তার কাজ শুরু করা না হলে অনির্দিষ্ট কাল জেলা পরিষদ ঘেরাও করে রাখা হবে।”
তিনি জানিয়েছেন যে, বিধানসভার অধিবেশনে একাধিক বার এই সমস্যার কথা জানানো হলেও রাজ্য সরকার রাস্তাগুলি মেরামতের ব্যাপারে কোনও ভাবেই উদ্যোগী হয়নি। এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি জানান, বিধায়কের অভিযোগ পুরো ভিত্তিহীন। জেলা পরিষদ উন্নয়ন নিয়ে কোনও রাজনীতি করে না। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি।” |