বেসরকারি বাসে আসন সংরক্ষণের সিদ্ধান্ত বৈঠকে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রশসানের নির্দেশে অবশেষে মহিলা, প্রতিবন্ধী এবং বয়স্ক বাসিন্দাদের জন্য আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিল বাস মালিক সংগঠন। তবে প্রশাসনের নির্দেশ সত্ত্বেও রাস্তা খারাপের দোহাই দিয়ে আপাতত ‘ট্রিপ’ বাড়াতে রাজি নন তারা। রবিবার শিলিগুড়ি-জলপাইগুড়ি সুপার বাস ওনার্স অ্যাসাসিয়েশনের সদস্যরা বৈঠকের পর এ কথা জানিয়েছেন। সংগঠনের বাস মালিকদের দাবি, রাস্তা ঠিক হলে তারপরই তাঁরা ‘ট্রিপ’ বাড়াবেন বলে এ দিন সিদ্ধান্ত নিয়েছেন।
শিলিগুড়ি-জলপাইগুড়ি সুপার বাস ওনার্স অ্যাসাসিয়েশনের সম্পাদক সুব্রত দত্ত বলেন, “রাস্তার পরিস্থিতি পুরোপুরি ভাল না হওয়া পর্যন্ত এ মুহূর্তে ট্রিপ বাড়ানো সম্ভব নয়। তবে দু’এক দিনের মধ্যেই এই রুটের সমস্ত বাসে মহিলা, প্রতিবন্ধী এবং বয়স্ক যাত্রীদের জন্য আসন সংরক্ষণ চালু করা হবে।” বৈঠকে ঠিক হয়েছে প্রতিটি বাসে দু’টি করে আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। প্রতিবন্ধীদের এবং ষাটোর্ধ্বদের জন্য একটি করে আসন সংরক্ষণ করা হবে।
শিলিগুড়ি জলপাইগুড়ি রুটে বেসরকারি বাসগুলিতে মহিলাদের জন্য কোনও আসন সংরক্ষণ নেই। এ নিয়ে মহিলা যাত্রীরা দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছিলেন। একই সমস্যা রয়েছে প্রতিবন্ধীদের ক্ষেত্রেও। বিষয়টি নজরে পড়তেই সমস্যা সমাধানে উদ্যোগী হয় দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন। তড়িঘড়ি আরটিও-র মাধ্যমে বাস মালিকদের নির্দেশ পাঠান জলপাইগুড়ির জেলাশাসক স্মারকী মহাপাত্র। প্রশাসনের কাছ থেকে নির্দেশ পেয়েই এ দিন মালিকরা বৈঠকে বসেন।
পাশাপাশি বাসগুলির ট্রিপের সংখ্যা বাড়ানো কথাও প্রশাসনের তরফে জানানো হয়েছিল। যাত্রীদের একাংশের দাবি বর্তমানে রাস্তা অনেক ভাল রয়েছে। বাস মালিকেরা ইচ্ছে করলেই ট্রিপ বাড়াতে পারেন। বিশেষ করে সন্ধ্যার পর যে সমস্ত বাস যাতায়াত করে সেগুলি যাতে সুষ্ঠু পরিষেবা দেয় সেদিকে নজর দেওয়া দরকার। কেন না অনেক ক্ষেত্রেই রাত সাড়ে সাতটার পর সময় মতো বাস মেলে না। নিত্যযাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। বেসরকারি বাসে আসন সংরক্ষণের সিদ্ধান্তে খুশি নিত্যযাত্রী মহিলারা। বেসরকারি সংস্থায় চাকরির সুবাদে এই রুটে নিত্যযাত্রী নীলাক্ষী তালুকদার। তিনি জানান, “দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। এখন কিছুটা হলেও সুবিধে হবে।” |