হাওড়ার শ্রীরামপুরের ব্যবসায়ী স্বরূপ শ্রীমানিকে অপহরণ ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুরুলিয়ার রঘুনাথপুর এলাকা থেকে আবুল হোসেন নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে রেলপুলিশ। এসডিপিও রঘুনাথপুর কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “হাওড়া রেলপুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে এক জনকে ধরা হয়েছে। আরও কয়েক জনের নাম মিলেছে।”
পুলিশ সূত্রে খবর, শেয়ার ব্যবসায় যুক্ত শ্রীরামপুরের বাসিন্দা স্বরূপ শ্রীমানি ২৮ ফেব্রুয়ারি জমি কেনার বিষয়ে খোঁজ নিতে আসানসোল যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। মোবাইল বন্ধ থাকায় খোঁজ পাওয়া যায়নি। ২ মার্চ স্বরুপবাবুই বাড়িতে ফোন করে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে এবং ৫ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যেতে। তার পর থেকে ওই ফোনেও যোগাযোগ করা যায়নি। ৩ মার্চ হাওড়া স্টেশনে হাওড়া-চক্রধরপুর প্যাসেঞ্জার থেকে তাঁকে জখম ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দু’দিন পরে তাঁর মৃত্যু হয়। এর পরে ওই ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে হাওড়া রেলপুলিশ এবং শনিবার বেড়ো গ্রামের বাসিন্দা আবুলকে ধরে ফেলে।
পুলিশের দাবি, জেরায় আবুল জানিয়েছে, নতুনডি-কলাগড়া গ্রামের বাসিন্দা দুষ্কৃতী শেখ এজাহার ওরফে বাবু ইন্টারনেটে জমি ও বাড়ি কেনাবেচার ভুয়ো বিজ্ঞাপন দিয়ে জালিয়াতির কাজ করত। সেই বিজ্ঞাপন দেখেই এজাহারের সঙ্গে যোগাযোগ করে আসানসোলে এসেছিলেন স্বরূপবাবু। সেখান থেকে আবুল-সহ বেড়ো গ্রামেরই তিন জন তাঁকে নিয়ে এসেছিল ওই গ্রামেই। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয়েছিল। পরে ওই ব্যবসায়ীকে ট্রেনে উঠিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। এসডিপিও জানান, ওই ব্যবসায়ীকে মারধর করার ফলে যে কোনও সময় মৃত্যু হতে পারত। মৃত্যুর দায় যাতে তাদের উপরে না আসে এবং পুলিশকে বিভ্রান্ত করতে জখম অবস্থায় দুষ্কৃতীরা তাঁকে ট্রেনে তুলে দিয়েছিল।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
আড়শা থানার হারনামা গ্রামের কাছে রবিবার ভোরে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় বাঁকু গোপ (৫০) নামে এক ব্যক্তির। বাড়ি পুরুলিয়ার মফস্সল থানার তেলেডি গ্রামে। অন্য দিকে, এ দিন সকালে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানার বলরামপুর কলেজ মোড়ের কাছে লরির ধাক্কায় বুদ্ধদেব হাঁসদা (৪০) নামে এক ব্যক্তির। বাড়ি বলরামপুর থানার আমুরহাঁসা গ্রামে। লরির চালক গ্রেফতার হয়েছে। |