পঞ্চায়েত ভোটে সব আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করবে তৃণমূল। রবিবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের প্রথম জেলা সম্মেলনে হুমায়ুন কবীর বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের সমস্ত সংগঠনকে ‘ঐক্যবদ্ধ’ হতে হবে। তিনি বলেন, “তৃণমূল সদস্যদের চেষ্টা করতে হবে সব আসনেই মনোনয়নপত্র জমা দেওয়ার।”
সম্মেলনের মঞ্চ থেকে আসন্ন পঞ্চায়েত ভোটের প্রচারই শুরু করে দিলেন তৃণমূল। বহরমপুর এফইউসি ময়দানে অনুষ্ঠিত ওই সম্মেলনে রবিবার শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু যেমন ২২ মাসের তৃণমূলের রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন, তেমনি পঞ্চায়েত নির্বাচনের প্রচারের ‘রূপরেখা’ কী হবে, তা আলোচনা করেন সুব্রত সাহা ও হুমায়ুন কবীর। সভায় অবশ্য তৃণমূল নেতাদের প্রত্যাশিত ভিড় হয়নি। যে তুলনায় চেয়ার ভাড়া করে মাঠে আনা হয়েছিল, সেই তুলনায় শ্রমিক হাজিরা চোখে পড়েনি। চেয়ার ডাঁই করে মাঠের এক কোনায় পড়েছিল।
শ্রমমন্ত্রীর কণ্ঠে এই দিন ‘বহরমপুর মণীন্দ্রনগর বিটি মিল’ বা ‘বেলডাঙার চিলি কল’ বন্ধ হয়ে যাওয়া নিয়ে আক্ষেপ ঝড়ে পড়লেও ওই কারখানা চালুর ব্যাপারে কোনও আশার বাণী কিন্তু তিনি শোনাননি। তাঁর কথায়, “এক সময়ে বহরমপুর মণীন্দ্রনগর বিটি মিল এবং বেলডাঙার চিলি কল ছিল। কিন্তু এখন তা বন্ধ। জানি না ওই কারখানাগুলি খোলা যাবে কি না। কারখানাগুলি কী অবস্থায় রয়েছে আমি এখান থেকে ফিরে গিয়ে খোঁজ নিয়ে দেখব। তবে রাজ্যের বিভিন্ন কল-কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে। তার সব খোলা যাবে না। খোলার মত অবস্থায় রয়েছে, সেই কারখানাগুলি আমাদের সরকার খুলবে।”
একই ভাবে রাজ্যে অসংঘটিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদানে সরকারের ভূমিকা প্রসঙ্গে নীরব থাকেন শ্রমমন্ত্রী। তিনি শুধু বলেন, “মুর্শিদাবাদে কোনও বড় শিল্প গড়ে ওঠেনি। আগামী দিনে হয়ে তা বড় শিল্প গড়ে উঠবে। এখানে পাট ভাল হয়। পাটকে কেন্দ্র করে আধুনিক চটকল গড়ে তোলা দরকার। সে ব্যাপারে আমাদের ভাবতে হবে। কৃষিজাত শিল্প গড়ে তোলার জন্য পরিকল্পনা দরকার।” কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজার তিনেক শ্রমিক এসেছিলেন এই দিন।
শ্রমমন্ত্রীর আগে বক্তব্য রাখেন হুমায়ুন কবীর। তাঁর কথায়, “শুধু মঞ্চে বসে থেকে বড় বড় কথা বললে ওই দু’টি দলকে পরাজিত করতে পারব না।” মন্ত্রী সুব্রত সাহা বলেন, “একটা রেজিনগর ভোট দিয়ে তৃণমূলের সংগঠনের শক্তি বিচার করা যাবে না। কেননা, এখানে আমাদের রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি বাহুবল ও অর্থের বিরুদ্ধেও লড়তে হয়। তবে পঞ্চায়েত ভোটের পরিকল্পনা করার জন্য আমরা মিলে বসব।” তিনি স্বীকার করেন, “কিন্তু আমাদেরও কিছু দুর্বলতা রয়েছে।” |