টুকরো খবর
তথ্য ছাড়াই উন্নয়নের খতিয়ান মন্ত্রীর
পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরে পরিকল্পনা খাতে আগের থেকে তিন গুণ অর্থ বরাদ্দ হয়েছে বলে দাবি করলেন দফতরের মন্ত্রী সুকুমার হাঁসদা। গত দু’বছরের কাজের খতিয়ান সহ পুস্তিকা ও সিডির উদ্বোধনে রবিবার মেদিনীপুরে এসেছিলেন মন্ত্রী। সার্কিট হাউসে যার আনুষ্ঠানিক উদ্বোধন হল। পুস্তিকার উদ্বোধন করেন মন্ত্রী। আর সিডি-র উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক তথা এম কে ডি-এর চেয়ারম্যান মৃগেন মাইতি। তার দু’জনেই বলেন, “আগে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ছিল বলে বোঝাই যেত না। যে টাকা বরাদ্দ হত, তা দিয়ে অস্ত্র কেনা হত। এখন উন্নয়ন হচ্ছে।” পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মধ্যে রয়েছে ৫টি জেলার ৭৪টি পিছিয়ে পড়া ব্লক। মন্ত্রী জানান, ২০১১-১২ আর্থিক বছরে বামফ্রন্ট সরকার এই দফতরের জন্য মাত্র ৬৮ কোটি বরাদ্দ করেছিল। মে মাসে নতুন সরকার ক্ষমতায় আসার পর বরাদ্দ বাড়িয়ে তিন গুণ করা হয়। ২০৫ কোটি ৬৩ লক্ষ টাকায় ২৮০১টি ছোটবড় প্রকল্প করার সিদ্ধান্ত হয়। ২০১২-১৩ আর্থিক বছরেও বরাদ্দ হয়েছে ২০৫ কোটি ৬৩ লক্ষ টাকা। এখনও পর্যন্ত ১৯০০টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে কী কাজ হয়েছে তার কোনও পরিসংখ্যান পুস্তিকায় নেই। যদিও মন্ত্রীর দাবি, “গত আর্থিক বছরের বেশিরভাগ প্রকল্পই শেষ হয়ে গিয়েছে। চলতি বছরেরও প্রকল্পগুলি শেষেরই পথে।” মন্ত্রীর পাশে বসে দফতরের সিইও সত্যেন্দ্রনাথ সাউ অবশ্য বলেন, “এই দফতরে ৭৫ শতাংশের বেশি কাজ করা সম্ভব হয় না। কারণ, খরচের হিসাব দিলেও ২৫ শতাংশ অর্থ দিতে অর্থ দফতর বড্ড দেরি করে। বেশিরভাগ সময় তা পাওয়াও যায় না।” পশ্চিমাঞ্চল দফতরের নিজস্ব ওয়েবসাইট তৈরির কাজও শুরু হয়েছে বলে এ দিন জানানো হয়।

স্কুলভোটে হারের কারণ খুঁজতে বললেন শুভেন্দু
পঞ্চায়েত রাজ সম্মেলনে এসে স্কুল ভোটে হারের ‘অন্তর্তদন্ত’ করতে বললেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। রবিবার মহিষাদলের গেঁওখালির পিএইচই ময়দানে ছিল শাসকদলের ‘পঞ্চায়েত রাজ’ সম্মেলন। বস্তুত, মহিষাদল পঞ্চায়েত সমিতিটি বর্তমানে তৃণমূলের দখলে থাকলেও এলাকায় বিরোধীদের দাপট কম নয়। সম্প্রতি বেশ কয়েকটি স্কুল ভোটে তা বিলক্ষ্মণ টের পেয়েছে তৃণমূল। গেঁওখালিতে একটি স্কুল পরিচালন সমিতির নির্বাচনে পরাজিতও হয়েছে তারা। এ দিনের সম্মেলনে তৃণমূল সাংসদ দলীয় কর্মীদের উদ্দেশ করে বলেন, “সিপিএম কাজ না করেও এত বছর যদি টিকে থাকতে পারে তবে উন্নয়ন করেও আমরা কেন পারব না। একটা স্কুল ভোটে হেরেছি ঠিক। সেটা আমার কাছে বেদনার। তবে মানুষ কেন ভোট দিল না তার অন্তর্তদন্ত করতে হবে। ভুল হলে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করে নিন। সিপিএম যাতে সুযোগ না পায় তার ব্যবস্থা করতে হবে।”

লালগড়ে মাওবাদী সন্দেহে ধৃত
নিহত মাওবাদী নেতা সিধো সরেনের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে মাওবাদী কাজকর্মে জড়িত সন্দেহে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে গোয়ালতোড় থানার পুলিশ সংলগ্ন লালগড় থানার হরিণা গ্রাম থেকে গোপাল পাণ্ডে নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গোপাল পাণ্ডের বাড়ি গোয়ালতোড় থানার পাটাশোল গ্রামে। খুন-সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত গোপাল দীর্ঘ দিন ধরেই বাড়ি ছেড়ে বাইরে আত্মগোপন করে ছিলেন। সম্প্রতি তিনি হরিণা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে গোপালকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে শনিবার মেদিনীপুর এসিজেএম আদালতে তোলা হয়। পুলিশ তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে দেওয়ার আর্জি জানায়। বিচারক দু’দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন ধৃতকে। গোয়ালতোড়ের আইসি হিরন্ময় হোড় বলেন, “ধৃতকে জেরা করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা চলছে।”

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা কাঁথিতে
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে ধর্ষণ করে তাঁর টাকা-পয়সা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কাঁথি মহকুমাশাসকের দফতর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কাঁথি থানার আই সি সোমনাথ দত্ত জানান, “গত শুক্রবার রাতে কাঁথি শহরের দিঘা রাস্তায় স্থানীয় লোকেরা এক যুবতীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।” ঘটনায় যোগসাজশের অভিযোগে পুলিশ হোটেল-কর্মী রমণীকান্ত বারিককে গ্রেফতার করেছে। অভিযুক্ত প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

অবশেষে নতুন ভবন
আর ভাড়া বাড়ি নয়। ঘাটাল মহকুমা খাদ্য ও সরবরাহ দফতরের নতুন ভবনের উদ্বোধন হল রবিবার। ঘাটাল শহরের কৃষ্ণনগরে দফতরের নতুন ভবনটির উদ্বোধন করেন বিধায়ক মৃগেন মাইতি। এ ছাড়াও উপস্থিত ছিলেন দফতরের যুগ্ম-সচিব গোপীনাথ মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর জেলা খাদ্য নিয়ামক পার্থপ্রতিম রায়, ঘাটালের ও দাসপুরের বিধায়ক শঙ্কর দোলই, মমতা ভুঁইয়া, পরিষদীয় সচিব (সেচ) রাধাকান্ত মাইতি, খাদ্যমন্ত্রীর প্রতিনিধি শ্যাম পাত্র, অজিত দে, দিলীপ মাঝি প্রমুখ। দফতর সূত্রের খবর, এত দিন ঘাটাল মহকুমায় দফতরের নিজস্ব কোনও ঘর ছিল না। ফলে ভাড়া বাড়িতেই দফতরের কাজ চলত। সম্প্রতি দফতরের নিজস্ব জমির উপর ২৫ লক্ষ ব্যয়ে নতুন ভবনটির কাজ শেষ হয়।

প্রহৃত কংগ্রেস কর্মী
বাড়ি ফেরার পথে এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার জেরে শুক্রবার রাতে চাঞ্চল্য ছড়ায় সবং থানার দুবরাজপুরে। কংগ্রেসের অভিযোগ, চন্দন ভুঁইয়া নামে দলের ওই কর্মী যখন বাড়ি ফিরছিলেন তখন তৃণমূলের কর্মীরা তাঁকে মারধর করে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে সবং হাসপাতাল, পরে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়। মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ঘটনার সঙ্গে দলের যোগ নেই। রাতেই পুলিশের কাছে লিখিত অভিযোগ হয়। অভিযোগ পেয়ে সঞ্জয় বেরা নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

বধূ নির্যাতন, গ্রেফতার স্বামী-শ্বশুর
বধূ নির্যাতনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। এগরা থানা এলাকার তাহালিয়া গ্রামের ধৃত স্বামী প্রভাত জানা ও শ্বশুর সুবল জানাকে শনিবার কাঁথি এসিজেএম আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়। পুলিশ সূত্রে খবর, বছর তিনেক আগে প্রভাতের সঙ্গে বিয়ে হয় রামনগর থানা এলাকার বাসিন্দা রীতা জানার। তাঁদের দু’বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এগরা মহকুমা হাসপাতালে চিকিত্‌সাধীন রীতাদেবী শুক্রবার অভিযোগ করেন, “অতিরিক্ত পণের দাবি-সহ নানা অজুহাতে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী-শ্বশুর ও শাশুড়ি।”

মানসের আহ্বান
মমতা বন্দ্যোপাধ্যায় জোট ভেঙেছেন। এই বার্তা বাম-বিরোধী জাতীয়তাবাদী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে কর্মীদের আহ্বান জানালেন প্রাক্তন মন্ত্রী তথা সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। তাঁর কথায়, “সিপিএমকে তাড়ানোর জন্য গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে কংগ্রেস ত্যাগ স্বীকার করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই চলছে।” শনিবার পিংলায় কংগ্রেসের ব্লক-কর্মী সম্মেলনে এই আহ্বান জানান মানসবাবু। দুই মেদিনীপুর-বাঁকুড়া-পুরুলিয়ায় একই দিনে পঞ্চায়েত নির্বাচনেরও দাবি জানান তিনি।

জয়ী নিশ্চিন্দিপুর
মহকুমার ১৬টি স্কুলকে নিয়ে (অনুর্ধ্ব ১৪) ঘাটাল শহরে শুরু হয়েছিল ফুটবল প্রতিযোগিতা। রবিবার শহরের অরবিন্দ স্টেডিয়ামে ফাইনাল খেলা হল ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল ও নিশ্চিন্দিপুর হাইস্কুলের মধ্যে। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মইদুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর দুলাল পতি প্রমুখ। ৪-০ গোলে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলকে হারিয়ে জয়ী হয় নিশ্চিন্দিপুর হাইস্কুল।

তৃণমূলে যোগ
তৃণমূলে যোগ দিলেন শতাধিক সিপিএম সমর্থক। শনিবার ঘাটালের লক্ষণপুরে তৃণমূলের এক দলীয় সম্মেলন ছিল। সেখানে উপস্থিত ছিলেন ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দোলই, ব্লক সভাপতি অজিত দে-সহ দলের অন্য নেতৃত্ব। সম্মেলন শেষে শতাধিক সিপিএম কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। ঘাটালের সিপিএম নেতা অশোক সাঁতরা অবশ্য বিষয়টি জানা নেই দাবি করে বলেছেন, “কেউ দল ছেড়ে গেলেও দলের ক্ষতি হবে না।”

কৃষি প্রশিক্ষণ শিবির
তিন দিন ব্যাপী কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কাঁথি ১ কৃষি দফতরে। শিবিরে ৫টি গ্রাম পঞ্চায়েতের ৩৫ জন কৃষক যোগ দেয়। শিবিরে কৃষি জমি পরীক্ষা, শস্য সুরক্ষা, জমিতে জৈব সারের প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ দেওয়া ছাড়াও কৃষকদের মধ্যে ওষুধ বিলি করা হয়। শিবিরে সুপ্রভা নায়ক, উপপ্রধান কমল পণ্ডা কাঁথি ১ ব্লক কৃষি প্রযুক্তি সহায়ক অপূর্ব সিংহ উপস্থিত ছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.