বল দখলের লড়াইয়ে সুধীর কর্মকার (বাঁদিকে) তুষার রক্ষিত (ডাইনে)। ছবি: প্রকাশ পাল। |
পোলিও নির্মূল নিয়ে সচেতনতার প্রচারেই এই প্রদর্শনী ফুটবলের আয়োজন করেছিল এক স্বেচ্ছাসেবী সংগঠনের শ্রীরামপুর শাখা। ওই সংগঠনের নামে গড়া দলে খেলেন সুধীর কর্মকার, সমীর চৌধুরী, সুদীপ চক্রবর্তী, উত্তম মুখোপাধ্যায়রা। তাঁদের বিপরীতে ছিল ক্যালকাটা ভেটারেন্স। সেই দলে ছিলেন মইদুল ইসলাম, অলোক দাস, হাবিবুর রহমান, অমিত দাস, তুষার রক্ষিতরা। ছিলেন বিকাশ পাঁজিও। তবে তিনি মাঠে নামেননি। কোন্নগরের বাসিন্দা উত্তমের অসাধারণ গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ক্যালকাটা ভেটারেন্স ৩-১ গোলে জেতে। বিরতির পরে তুষারের নেতৃত্বে মাঝমাঠের দখল নিয়ে নেয় ভেটারেন্স। জ্বলে ওঠেন অমিত। তাঁর তিনটি গোল চোখ জুড়িয়ে দেয় উপস্থিত ফুলবলপ্রেমিদের। মাঠের বাইরে থেকে পুরো খেলা দেখেন প্রাক্তন অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্যায়।
প্রচারের অভাবে মাঠে তেমন লোক হয়নি। তবে, যাঁরা এ দিন মাঠে ছিলেন, তাঁরা বাড়ি ফিরলেন স্মৃতিচারণ করতে করতে। কারণ, এই নামগুলোই এক সময় দাপিয়ে বেড়িয়েছে ময়দানে। দেখা গেল বয়স বাড়লেও বল রিসিভিং, কন্ট্রোল, পাসিং বা ড্রিবল মরচে পড়েনি কিছুতেই। |