|
|
|
|
‘প্ল্যানমাফিকই জিতব মনে হচ্ছে’
চেতন নারুলা • মোহালি |
রবিবাসরীয় মুরলী বিজয় এক জন দারুণ তৃপ্ত মানুষ। হবেন না-ই বা কেন? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর তিন-তিনটে টেস্ট সেঞ্চুরি হয়ে গেল আজ। ২০১০ বেঙ্গালুরুতে ১৩৯-এর পর চলতি সিরিজে হায়দরাবাদ আর মোহালি টেস্ট মিলিয়ে ৩২০ রান করলেন। “যতক্ষণ আমার ব্যাটে রান আসছে, উল্টো দিকে প্রতিপক্ষ কে সত্যি বলতে কী কোনও ব্যাপার নয়। তবে এক্ষেত্রে আমি খুশি যে, রানগুলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এসেছে। ওরা ভাল দল,” বললেন মুরলী।
ফাঁস করলেন, চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে নিজের আউট হওয়ার ধরনে প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলেন। ওই টেস্টের দু’ইনিংসে ব্যর্থতার পর প্রচুর খেটেছিলেন দীর্ঘ সময় ক্রিজে থাকার রহস্যভেদের কাজে। তাঁর নবাগত ওপেনিং সঙ্গী শিখর ধবনের সঙ্গে মাত্র ৬০ ওভারে ২৮৯ রানের ঝোড়ো পার্টনারশিপ “দারুণ উপভোগ” করেছেন জানিয়ে মুরলী প্রচুর আশাবাদ দেখালেন শেষ দিন ভারতের সিরিজ ৩-০ করার ব্যাপারে। “আমরা এই মুহূর্তে ভাল অবস্থায় আছি। ভয়ের কিছু নেই।”
এ দিন মাঝে ভারতের রানের গতি কমে যাওয়া নিয়ে মাঠের কিছু অংশের সমালোচনাকে ভ্রুক্ষেপ না করে মুরলী সাংবাদিক সম্মেলনে বলে দিলেন, “আমাদের প্ল্যান ছিল যতক্ষণ সম্ভব ব্যাট করা। যত বেশি সম্ভব রানের লিড নিয়ে চার দিনের টেস্টেও ফিরে আসা গেমপ্ল্যান ছিল আমাদের। যাতে শেষ দিন জিততে পারি। আশা করি কাল সেটাই ঘটাতে পারব। কাল ৯০ ওভারেরও বেশি খেলা বাকি আছে। বল স্লো টার্ন করছে। কিছুটা নিচু হচ্ছে। রিভার্স সুইংও করছে। শেষ দিন উত্তেজক ক্রিকেট আশা করছি।”
অস্ট্রেলীয় পেসারও তাই পাঁচ উইকেট তুলেও যেন মনমরা। পিটার সিডল স্বীকার করে গেলেন, “সিরিজ জয়ীর ট্রফি আমাদের হাতছাড়া হয়েই গিয়েছে। এখন এই টেস্ট বাঁচাতে আমাদের দরকার লড়াই আর চ্যালেঞ্জটার সঙ্গে টক্কর নেওয়া। শেষ দিন প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ। তার উপর প্রথম সেশনে বাড়তি সময় খেলা হচ্ছে। ফলে প্রথম সেশনে আমাদের তাড়াতাড়ি উইকেট হারালে চলবে না। সঙ্গে রানও তুলতে হবে। সেটা পারলে ম্যাচটা বাঁচিয়ে দিতে পারব মনে হয়।” |
|
|
|
|
|