টুকরো খবর
লক্ষ্মীদের জয়েও বিতর্কে পিচ
সইদ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে অসমের বিরুদ্ধে অনায়াস জয় এল ৫৩ রানে। তবু বিতর্কে ঢাকা পড়ে যাচ্ছে জয়ের আমেজ। বিতর্কের কেন্দ্রে ত্রিপুরার স্টেডিয়ামে বাইশ গজ। বোর্ডের শাস্তির ভয়ে ক্রিকেটাররা সরাসরি কিছু না বললেও ঠারেঠোরে জানিয়ে দিলেন, যে পিচ দেওয়া হয়েছিল তা একেবারেই ব্যাটিংয়ের উপযোগী নয়। ‘আন্ডারপ্রিপেয়ার্ড’ না হলেও ‘আনপ্লেয়বল’। বাংলা শিবিরের কেউ কেউ পরে বলছিলেন, ভাগ্যক্রমে ম্যাচটা জেতা গিয়েছে। গ্রিন টপ বানাতে গিয়ে আদতে যা দাঁড়িয়েছিল, সেখানে ব্যাটিং সম্ভব নয়। বরং অসমের মতো ৭৭ রানে শেষ হয়ে গেলেও কিছু বলার ছিল না। এ দিন প্রথমে ব্যাট করে বাংলা তোলে ১৩০-৫। সর্বোচ্চ শ্রীবৎস গোস্বামীর ৪৩। জবাবে অসম ৭৭ রানে শেষ হয়ে যায়। সায়নশেখর মণ্ডল ৩-১৩, সামি আহমেদ ২-১৩।

বিশ্বরেকর্ড
ওয়ান ডে ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় উইকেট পার্টনারশিপে বিশ্বরেকর্ড করলেন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা (১২২) এবং এবি ডে’ভিলিয়ার্স (১২৮)। আগের রেকর্ডটি ছিল সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের (২৩৭ রান)। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আমলাদের ২৩৮ রানের জুটির সাহায্যে দক্ষিণ আফ্রিকার (৩৪৩-৫) জবাবে পাকিস্তান ৩০৯ অল আউট।

বিদায় সাইনার
সুইস ওপেন সেমিফাইনালে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে যাঁকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন সাইনা, সেই শিজিয়ান ওয়াংয়ের কাছেই হেরে বিদায় নিতে হল। প্রথম দু’টো গেমে সাইনা লড়াকু মানসিকতা দেখালেও, তার পর থেকে ম্যাচটা একতরফা লড়াইয়ে বদলে যায়। ফল শিজিয়ানের পক্ষে ২১-১১, ১০-২১, ২১-৯।

ফের পাক-বধ
আজলান শাহ হকিতে পাকিস্তানকে ৪-২ হারিয়ে পঞ্চম স্থানে শেষ করল ভারত। গোল করেন রুপিন্দার পাল সিংহ (২), আকাশদীপ সিংহ ও মালাক সিংহ। যদিও নিউজিল্যান্ডের কাছে হেরে ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছিল ভারত। ফাইনালে মালয়েশিয়াকে ৩-২ হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

হতাশ গগন
১৮ লক্ষ ইউরো পুরস্কার মূল্যের আভান্থা মাস্টার্সে দ্বিতীয় হলেন গগনজিৎ ভুল্লার। তিন লক্ষ ইউরোর বিজয়ীর চেকটা নিয়ে গেলেন টমাস আইকেন। জীব মিলখা সিংহ থাকলেন তেইশ নম্বরে। অনির্বাণ লাহিড়ী, রাহিল গাঙ্গজি, জ্যোতি রণধাওয়া উনত্রিশ নম্বরে।

দারুণ শুরু
মেলবোর্নে মরসুমের প্রথম গ্রাঁ প্রি ট্রফি জিতলেন কিমি-মাতিয়াস রাইকোনেন। দশ পয়েন্ট তুলে ফর্মুলা ওয়ানে নিজেদের সেরা শুরু করল সহারা ফোর্স ইন্ডিয়া। সপ্তম স্থানে আদ্রিয়ান সুটিল।

অন্য খেলায়
বিটিটিএ-র কাশিমবাজার টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ৪-৭ এপ্রিল। ঢাকুরিয়ার শহীদ স্মৃতি সঙ্ঘে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.