গঙ্গায় ভুটভুটি উল্টে নিখোঁজ ৩
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
জ্বালানি ফুরিয়ে যেতে নিয়ন্ত্রণ হারানো ভুটভুটি জাহাজের নোঙরে ধাক্কা মেরে উল্টে গেল। রবিবার দুপুরে হাওড়ার চেঙ্গাইলের কাছে হুগলি নদীতে ওই দুর্ঘটনার পরে রক্ষা পেয়েছেন ভুটভুটির ২৭ জন যাত্রী। তবে ভুটভুটির চালক-সহ তিন জন নিখোঁজ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন বজবজের পূজালি থেকে ভুটভুটিতে চেঙ্গাইলের ল্যাডলো জুটমিলের ৩০ জন শ্রমিক কাজে যোগ দিতে যাচ্ছিলেন। শ্রমিকেরা জানান, যে ভুটভুটি এ দিন উল্টে গিয়েছে, সেটি তাঁরা নিজেরাই চাঁদা তুলে এক ঠিকাদার সংস্থাকে দিয়ে চালানোর ব্যবস্থা করেছিলেন। শ্রমিকদের নিয়ে দৈনিক ২০ বার যাতায়াত করত ওই ভুটভুটি। |
চলছে তল্লাশি। রবিবার সুব্রত জানার তোলা ছবি। |
এ দিন দুপুর দেড়টা নাগাদ মাঝনদীতে জ্বালানি শেষ হয়ে যায় ভুটভুটির। একটূ দূরে দাঁড়িয়ে পূজালির তাপ-বিদ্যুৎকেন্দ্র থেকে পাইপ দিয়ে ছাই নিচ্ছিল দু’টি নোঙর করা জাহাজ। নিয়ন্ত্রণ হারানো ভুটভুটিটি একটি জাহাজের নোঙরে ধাক্কা মেরেই উল্টে যায়। ডুবন্ত যাত্রীদের উদ্ধার করতে দু’টি জাহাজ থেকে সঙ্গে সঙ্গে কর্মীরা দড়ি ফেলে দেন। দড়ি ধরে ২৬ জন যাত্রী জাহাজে উঠে পড়েন। এক জন সাঁতরে ওঠেন পূজালি ঘাটে। পরে অন্য একটি ভুটভুটিতে ২৬ জন যাত্রীকে নিয়ে যাওয়া হয় চেঙ্গাইলের নেপালি ঘাটে। তাঁদের মধ্যে সাত জনকে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
হাওড়া জেলা পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা ঘটনাস্থলে যান। নিখোঁজ তিন জনের সন্ধানে ডুবুরি নামানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে রাত পর্যন্ত কারও খোঁজ মেলেনি। |