দুর্ঘটনায় মৃত্যু, দেহ আটকে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
লরির ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যুর ঘটনায় আধঘন্টা মুম্বই রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে ডোমজুড়ে মুম্বই রোডে। পরে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম বাবু কাঁড়ার (৩০)। বাড়ি সলপে। দুপুর দেড়টা নাগাদ এক বন্ধুকে নিয়ে মোটরবাইকে বালিতে যাচ্ছিলেন। সেই সময় একটি লরির সঙ্গে তাঁর মোটরবাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বাবু। তাঁর বন্ধুকে আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরেই বাসিন্দারা দেহ আটকে শুরু করেন পথ অবরোধ। লরিটি ভাঙচুরও করা হয়। তাঁরা ওই রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানান। পরে পুলিশের প্রতিশ্রুতিতে অবরোধ উঠে যায়। লরিটি আটক করেছে পুলিশ। চালক ও খালাসি পলাতক।
|
রবিবার দুপুরে চুঁচুড়ার সুকান্তনগরে জলের দাবিতে জিটি রোড অবরোধ করলেন বাসিন্দারা। ঘণ্টাদু’য়েক ওই অবরোধ হয়। হুগলি-চুঁচুড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বেশ কয়েক মাস ধরেই জলের সংকট চলছে। গত পাঁচ দিন ধরে কিছু জায়গায় জল সরবরাহ বন্ধ। বাসিন্দাদের ক্ষোভ, পুরসভার পাঠানো জলে চাহিদা মিটছে না। পুর-কর্তৃপক্ষ জানান, মহিষমর্দিনীতলার পাম্প খারাপ হওয়াতেই বিপত্তি। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় বলেন, “সমস্যার পাকাপাকি সমাধানে একটি সাব-মার্সিবল পাম্প বসানো হবে।” |