নিউ টাউন উপনগরী তৈরির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে বাজারহাট সবেতেই এখনও বহু কাজ বাকি। তবু এর মধ্যেই নিউ টাউনের অফিসপাড়া ও জনবহুল জায়গাগুলোতে শুরু হয়েছে নিকাশি সমস্যা। বিশেষত নিউ টাউনের আইটি সেক্টরের অফিসপাড়া এবং অ্যাকশন এরিয়া ওয়ানের জনবহুল এলাকায় ইতিমধ্যেই বহু জায়গায় বুজে গিয়েছে নর্দমা। বাসিন্দাদের আশঙ্কা, এখনই নিকাশির এই সমস্যার সমাধান না করলে ভবিষ্যতে নিউ টাউনে জনসংখ্যা বাড়লে সমস্যা তীব্রতর হবে।
অভিযোগ, সমস্যা সবচেয়ে বেশি রয়েছে নিউ টাউনের অফিসপাড়া এলাকাগুলিতে। নিউ টাউন বাসস্ট্যান্ডের কাছে এই অফিসপাড়ার চিত্রটা এখনই কার্যত কলকাতার অফিসপাড়ার মতো। রাস্তার দু’দিকে অপরিকল্পিত ভাবে তৈরি হয়ে গিয়েছে দোকানপাট। দোকানের পিছনে নর্দমা কার্যত বুজে গিয়েছে। নর্দমাটি যে কালভার্টে গিয়ে পড়েছে, সেখানকার অবস্থা আরও শোচনীয়। খাবারদাবারের প্লেট থেকে শুরু করে নানা ধরনের জঞ্জালের স্তূপে নিকাশি ব্যবস্থা একেবারেই বিপর্যস্ত। ওই এলাকার একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী সুদেষ্ণা বসু বললেন, “অফিসপাড়ার রাস্তার দু’পাশে নর্দমায় জমে থাকা জঞ্জাল পরিষ্কার হয় না। পরিকল্পিত নিউ টাউনের অফিসপাড়ায় যদি এখনই এমন বেহাল দশা হয়, তা হলে পরবর্তীকালে যখন অফিস বাড়বে তখন কী হবে?” অভিযোগ, অফিসপাড়ার এই বেহাল অবস্থার কারণে ভুগছেন অফিসপাড়া সংলগ্ন আবাসনের বাসিন্দারাও। অ্যাকশন এরিয়া ওয়ানের এক অফিসপাড়া সংলগ্ন একটি আবাসনের বাসিন্দাদের অভিযোগ, যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। ক্রমেই বুজে যাচ্ছে আবাসন সংলগ্ন নর্দমাগুলো। এই নিয়ে বহু বার হিডকোয় অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
অভিযোগ, নিউ টাউনে নতুন তৈরি নিকাশি নালাগুলোতেও জমছে সিমেন্ট থেকে শুরু করে ইট, বালি এবং নানা নির্মাণসামগ্রী। নির্মীয়মাণ আবাসনগুলির সামনে বড় বড় সিমেন্টের ট্রাক আসে নিয়মিত। ট্রাক থেকে সিমেন্ট বা নির্মাণসামগ্রী নামানোর পরে অনেক সময়ে ট্রাকগুলি ওখানেই জল দিয়ে ধোওয়া হয়। তখনই ট্রাকে পড়ে থাকা অবশিষ্ট বালি-সিমেন্ট পড়ে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে নিকাশি নালা। সিমেন্ট বা বালি জলের সঙ্গে মিশে শক্ত হয়ে যাচ্ছে। ফলে নালার ভিতরে ঢুকে জমে যাওয়া সিমেন্ট পরিষ্কার করতেও অসুবিধা হচ্ছে। সম্প্রতি বেশ কিছু নিকাশি নালা তৈরির পরিকল্পনা নিয়েছে হিডকো। নিউ টাউনের বিভিন্ন এলাকায় বিশেষত শপিং মলের সামনে বা অফিসপাড়ায় সেই কাজ চলছে। অভিযোগ, নতুন তৈরি হওয়া নালাতেও সিমেন্ট জমে বন্ধ হয়ে জল আটকে যাচ্ছে।
নিউ টাউনে নিকাশি ব্যবস্থায় যে সমস্যা আছে, তা মানছেন হিডকো কর্তৃপক্ষ। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, “নিউ টাউনে অফিসপাড়ায় কিছু কিছু জায়গায় এই সমস্যা রয়েছে। এই নিয়ে হিডকোর আধিকারিকদের সঙ্গে সম্প্রতি আমাদের একটা বৈঠক হবে। আশা করা যায়, বর্ষার আগেই সমস্যার সমাধান হয়ে যাবে।” |