গত বারের তুলনায় এ বারের পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে জেলা পরিষদের জন্য ছোট শরিকদের বেশি আসন দিল সিপিএম। রবিবার সিউড়িতে সিপিএমের জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে নিজেদের আসন বিন্যাস ঘোষণা করল বামফ্রন্ট। যদিও গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসন বণ্টন নিয়ে মতানৈক্য থাকায় তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি জেলা বামফ্রন্ট। রাজনীতির পর্যবেক্ষকেরা বলছেন, রাজ্যে ক্ষমতা হারানোর পরে পায়ের তলায় মাটি ফিরে পেতেই বামেদের এই সিদ্ধান্ত। গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রায় ১১ শতাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছিল বামফ্রন্টের শরিকদলেরা। এ বারে সেই আসন বেড়ে হল প্রায় ১৯ শতাংশ।
এ দিন সাংবাদিক সম্মেলনে সিপিএমের জেলা সম্পাদক দিলীপ গঙ্গোপাধ্যায় বলেন, “এ বারে জেলা পরিষদের আসন ৩৫ থেকে বেড়ে ৪২টি হয়েছে। সিপিএম এর মধ্যে ৩৪টি আসনে লড়বে।” জেলা বামফ্রন্ট সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত নিয়ে মতান্তর থাকায় বিষয়টি এখনও আলোচনার স্তরে থাকছে। পরে ওই আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে জেলা বামফ্রন্ট। আসন বণ্টন নিয়ে ইতিমধ্যেই বামফ্রন্টের বৈঠকে বড় শরিক সিপিএমের বিরুদ্ধে শরিক দলগুলিকে আসন ছেড়েও গোঁজ প্রার্থী দেওয়ার অভিযোগ উঠেছে। ওই আলোচনার কথা স্বীকার করে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায় বলেন, “ইতিপূর্বে মহম্মদবাজার-সহ বেশ কিছু জায়গাতে এরকম ঘটনা ঘটেছে। যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিয়ে বামফ্রন্টের মধ্যে আলোচনা হয়েছে।”
|
জেলা পরিষদ |
দল |
২০০৮ |
২০১৩ |
সিপিএম |
৩১ |
৩৪ |
ফরওয়ার্ড ব্লক |
৩ |
৫ |
সিপিআই |
১ |
২ |
আরএসপি |
- |
১ |
|