কলেজের শিলান্যাস
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম ও ইলামবাজার |
এলাকার ১৩ জন বাসিন্দার স্বেচ্ছায় দান করা জমিতে পলিটেকনিক কলেজের শিলান্যাস করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। রবিবার মাড়গ্রাম থানার পাবুইদিঘি গ্রাম সংলগ্ন এলাকায় প্রায় ১২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে কলেজটি গড়ে তুলবে রাজ্য সরকার। অনুষ্ঠানে জমিদাতাদের সম্বর্ধনা দেওয়া হয়। পরে সাংসদ বলেন, “এতজন মানুষ একত্রিত হয়ে জমি দিলেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এলাকার মানুষকে সংঘটিত করার জন্য পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মহম্মদ রফিউদ্দিনেরও প্রশংসা করেন শতাব্দী। অন্য দিকে, শনিবার ইলামবাজার আইটিআই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। অনুষ্ঠানে চন্দ্রনাথবাবু দাবি করেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আগামী এক বছরের মধ্যে ইলামবাজারের আইটিআই কলেজের কাজ সম্পূর্ণ করে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া শুরু হবে। এ ছাড়া নানুরেও একটি আইটিআই এবং হাসনে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে পলিটেকনিক কলেজ আমরা শীঘ্রই গড়ে তুলব।” বিডিও দফতর সংলগ্ন মোট তিন একর জমির উপরে ৩ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ইলামবাজারের আইটিআই কলেজটি গড়ে তোলা হচ্ছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
|
বিশ্বভারতীতে বিশেষ প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
ভিক্টোরিয়া ওকাম্পোকে দেওয়া রবীন্দ্রনাথের উপহারগুলি নিয়ে এক বিশেষ প্রদর্শনী শুরু করল বিশ্বভারতী। রবিবার রবীন্দ্র ভবনে ওই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য সুশান্ত দুত্তগুপ্ত। বিশ্বভারতীর মুখপাত্র অমৃত সেন বলেন, “রবীন্দ্রনাথের চশমা, চাদর-সহ একাধিক জিনিসের ওই প্রদর্শনী চলতি মাসের শেষ পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকছে। এ ছাড়াও অন্যান্য উপহার সামগ্রী ও চিঠির পাণ্ডুলিপিও থাকবে বিচিত্রা প্রদর্শশালাতে। ভিক্টোরিয়া ওকাম্পোকে দেওয়া রবীন্দ্রনাথের উপহারগুলি অধ্যাপক শ্যামাপ্রসাদ গঙ্গোপাধ্যায় কয়েক সপ্তাহ আগেই বিশ্বভারতীর হাতে তুলে দিয়েছেন।
|
বহিষ্কৃত তিন নেতা
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
সিউড়ি পুরসভার অনাস্থা ভোটে ক্রস ভোটিংয়ের অভিযোগকে কেন্দ্র করে দলের তিন নেতাকে বহিষ্কার করল কংগ্রেস। দলীয় সিদ্ধান্তের বিরোধিতার অভিযোগে সিউড়ি কংগ্রেসের শহর সহ-সভাপতি মৃণ্ময় মুখোপাধ্যায়, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি লক্ষণ ঘোষ, এবং ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হয়। রবিবার সিদ্ধান্তের কথা জানিয়ে সিউড়ির শহর সভাপতি চঞ্চল চট্টোপাধ্যায় বলেন, “পুরসভার অনাস্থা প্রস্তাবে ক্রস ভোটিংয়ের অভিযোগে দলের ৫ কাউন্সিলরের বিরুদ্ধেও তদন্ত চলছে।” |