টুকরো খবর
খাদ্য নিয়ামকের নতুন দফতর
—নিজস্ব চিত্র।
কালনায় মহকুমা খাদ্য নিয়ামক দফতরের উদ্বোধনে রবিবার এসেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অনুষ্ঠানে ছিলেন কৃষিমন্ত্রী মলয় ঘটক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী রবিরঞ্জন চট্টেপাধ্যায়, ক্ষুদ্র ও কুটির শিল্প, ভূমি, বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ ও জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। এতদিন পর্যন্ত একটি ভাড়া বাড়িতে দফতরের কাজকর্ম চলত। দফতর সূত্রে খবর, নতুন ভবন নির্মাণে খরচ হয়েছে ৩৭ লক্ষ ২৬ হাজার টাকা।

পুকুরে ডুবে মৃত্যু কিশোরের
স্নান করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল এক কিশোরের। তার নাম সুবীর ঘোষ (১৩)। বাড়ি বর্ধমান থানার বানপোতা গ্রাম। শনিবার দুপুরে স্থানীয় রায়পুকুরে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে যায় সে। অনেক ক্ষণ কেটে গেলেও বাড়ি না ফেরায় তাকে খুঁজতে শুরু করেন অভিভাবকেরা। ইতিমধ্যে তাদেরই এক প্রতিবেশী রায়পুকুরে স্নান করতে গেলে তাঁর পায়ে ওই কিশোরের দেহ এসে ঠেকে। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করা হয়। মৃত কিশোর স্থানীয় এক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।

নিখোঁজ বৃদ্ধা
ভ্রমণে বেরিয়ে পুরুলিয়ার ঝালদার এক বৃদ্ধা নিখোঁজ হয়ে গেলেন। শনিবার কাটোয়ার মাধাইতলা আশ্রমের কাছ থেকে তিনি নিখোঁজ হয়ে যান বলে দাবি অন্য ভ্রমণার্থীদের। ওই দিনই কাটোয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। পুলিশ জানায়, ৭০ বছরের ওই বৃদ্ধার নাম চঞ্চলা রজক। গত শুক্রবার ঝালদা থেকে ৩২ জনের একটি দল কাটোয়ার শ্রীচৈতন্য স্মৃতি বিজড়িত স্থানগুলি দর্শনে আসেন। শনিবার কাটোয়া স্টেশন যাওয়ার সময়ে ওই বৃদ্ধা নিখোঁজ হয়ে যান। দলের এক সদস্য ভরত রজক বলেন, “আমরা সবাই পুরনো ঝালদার বাসিন্দা। কাটোয়ার মাধাইতলা আশ্রমের পর থেকে চঞ্চলাদেবীকে দেখতে পাইনি। নানা জায়গায় খুঁজেও পাইনি।” পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার খোঁজ চলছে।

মাটির তলা থেকে কৃষ্ণমূর্তি উদ্ধার
—নিজস্ব চিত্র।
একশো দিনের কাজ প্রকল্পে একটি পুকুর খনন করতে গিয়ে মাটির তলা থেকে উদ্ধার হল একটি পিতলের কৃষ্ণমূর্তি। শনিবার কালনা ২ ব্লকের পূর্বসাতগাছিয়া পঞ্চায়েতের শ্বাসপুর এলাকা থেকে দেড় কিলো ওজনের ওই মূর্তিটি পাওয়া গিয়েছে। প্রথমে ভুল করে সেটিকে সোনার মূর্তি ভেবেছিলেন বাসিন্দারা। কালনা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, পুকুরে মূর্তিটি ফেলায় দুষ্কৃতীরা যুক্ত।

কবি সম্মেলন কালনায়
কবি সম্মেলন ও সাহিত্য আসর অনুষ্ঠিত হল রবিবার কালনা শহরের নাগরিক সমাচার নামে একটি পত্রিকার উদ্যোগে। কালনা ২ ব্লকের গোয়াড়া-নোয়াড়া নিম্নবুনিয়াদি স্কুলের প্রাঙ্গণের ওই অনুষ্ঠানে ছিল আলোচনা সভা এবং বিশিষ্টদের সংবর্ধনা। উদ্যোক্তাদের তরফে জেলা ইতিহাস চর্চা কেন্দ্রের সম্পাদক তথা গবেষক সর্বজিৎ যশ এবং কবি গুরুপ্রসাদ যশকে সংবর্ধনা জানানো হয়। সারাদিন ধরে চলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিদের স্বরচিত কবিতাপাঠ। পানীয় জলের অপচয় নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবাশিস নাগ পরিচালিত একটি তথ্যচিত্র পরিবেশিত হয়।

দুর্ঘটনায় আহত সাত
নর্দমায় গাড়ি পড়ে গিয়ে গাড়ির চালক ও ছ’জন মহিলা-সহ সাত জন আহত হলেন। রবিবার দুপুরে ধানবাদ পুরানা ধাম থেকে ব্যান্ডেলে ফেরার পথে গলসির কুলগড়িয়ার কাছে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। আহতদের বর্ধমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। গাড়ির চালক জানান, গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডিভাইডারে উঠে যায়। পরে গড়িয়ে রাস্তার পাশের নর্দমাতে গিয়ে পড়ে।

লোক আদালত
লোক আদালতে ১৪০টি মোটর ভেহিক্যালস সংক্রান্ত মামলার মধ্যে মাত্র ৪২টির নিষ্পত্তি হল রবিবার। পুলিশ সূত্রে খবর, বর্ধমান জেলা জজ আদালতে ওই মামলাগুলির নিষ্পত্তি হয়। মামলাগুলিতে ২০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও কয়েকটি ঝুলে থাকা ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত মামলার নিষ্পত্তি ও প্রায় পাঁচ লক্ষ টাকা আদায় হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.