শাশুড়ির রেখে যাওয়া টাকা স্কুলের উন্নয়নে দান করলেন এক প্রৌঢ়া। কাটোয়ার করুই হাইস্কুলকে দেড় লক্ষ টাকা দান করলেন বর্ধমানের সুপ্রভা সিংহ। ওই স্কুল থেকেই ৪৯ বছর আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। শুক্রবার দুপুরে স্বামীর সঙ্গে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের হাতে টাকা তুলে দেন তিনি। প্রধান শিক্ষক দীপকচন্দ্র রায় বলেন, “সুপ্রভাদেবীর ইচ্ছানুসারে পড়ুয়াদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হবে। বাকি টাকা গচ্ছিত রেখে পড়ুয়াদের বইপত্র কিনে দেওয়া হবে।”
সুপ্রভাদেবীর বাপেরবাড়ি করুই গ্রামেই। বিয়ে হয় বীরভূমের কীর্ণাহারের কাছে জুবুটিয়া গ্রামে। তাঁর স্বামী অজিত সিংহ রেলকর্মী। বর্তমানে অবসর নেওয়ার পরে থাকছেন বর্ধমানের বীরহাটার বাড়িতে। সুপ্রভাদেবী বলেন, ‘‘বিয়ের পরে আমার মাঝে-মাঝেই মনে হত স্কুলের উন্নয়নের জন্য যদি কিছু করতে পারতাম, ভাল হত। আট বছর আগে শাশুড়ি আমাকে মোটা অঙ্কের টাকা দেন। তখনই ঠিক করি, ওই টাকা ব্যাঙ্কে রেখে দ্বিগুণ হওয়ার পরে স্কুলে দান করব।”
সুপ্রভাদেবী জানান, তিনি যখন ওই স্কুলে পড়তেন, তখন পরিকাঠামো বলে কিছুই ছিল না। এমনকী, এখনও পড়ুয়ারা ভাল ভাবে পানীয় জল পায় না। দুঃস্থ পড়ুয়ারা বই কিনতে পারে না। সুুপ্রভাদেবী বলেন, “এ সব কারণেই প্রধান শিক্ষককে পড়ুয়াদের জন্য পানীয় জলের ব্যবস্থা করতে অনুরোধ করেছি।” স্কুল সূত্রে জানা যায়, উচ্চ মাধ্যমিক স্তরে এই স্কুলে ১১০০ জন পড়ুয়া রয়েছে। গ্রীষ্মে পড়ুয়াদের পানীয় জলের কষ্টে ভুগতে হত। প্রধান শিক্ষক বলেন, “সুপ্রভাদেবী স্কুল উন্নয়নের জন্য নিজেই এগিয়ে এসেছেন। এ বার পানীয় জলের সমস্যা মিটে যাবে। দুঃস্থ পড়ুয়ারাও উপকৃত হবে।” |