কলকাতা বিমানবন্দরের নির্মীয়মাণ নতুন টার্মিনালের উঁচু একটি জায়গা থেকে পড়ে মৃত্যু হল বিমানবন্দরের এক উচ্চপদস্থ আধিকারিকের। পুলিশ জানায়, মৃতের নাম প্রবীণকুমার খান্ডেলওয়াল (৫৫)। তিনি এয়ারপোর্ট অথরিটির জয়েন্ট জেনারেল ম্যানেজার (আই টি) ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, শুক্রবার মোবাইলে কথা বলার সময়ে অসতর্ক হয়েই ওই টার্মিনালের একটি খোলা অংশের নীচে পড়ে যান তিনি।
পুলিশ সূত্রের খবর, নতুন বছরে বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন হওয়ার কথা। এ দিন সকালে নতুন টার্মিনালের কাজ তদারকি করতে গিয়েছিলেন প্রবীণবাবু। সঙ্গে ছিলেন আরও কয়েক জন আধিকারিক। সেই সময়ে তিনি নতুন টার্মিনালের ভিতরে আপার ডিপারচার লেভেলের একটি অংশে যান। সেখানে পাইপলাইন নামার জন্য ৫৫ ফুট ফাঁকা একটি অংশ রয়েছে। প্রবীণবাবুর সঙ্গীরা পুলিশকে জানান, ঘটনার কিছু আগে প্রবীণবাবুর মোবাইলে ফোন আসে। কথা বলার সময়ে অসাবধানতাবশত টার্মিনালের একটি খোলা অংশের দিকে চলে গেলে নীচে পড়ে যান তিনি।
ওই সময়ে কাছাকাছি ছিলেন একাধিক শ্রমিক। নীচে শান বাঁধানো মেঝেতে ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে ছুটে যান তাঁরা। রক্তাক্ত অবস্থায় প্রবীণবাবুকে বাইরে আনা হয়। আসেন বিমানবন্দরের অন্য আধিকারিকেরাও। ভিআইপি রোড সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান প্রবীণবাবু। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মূলত মাথায় চোট পেয়েছিলেন প্রবীণবাবু।
খবর পেয়ে হাসপাতালে যান প্রবীণবাবুর স্ত্রী। পুলিশ জানায়, প্রবীণবাবু দিল্লির বাসিন্দা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-র আবাসনে থাকতেন তিনি। তাঁর পরিবার থাকে দিল্লিতেই। দিন কয়েক আগে তাঁর স্ত্রী দিল্লি থেকে এসেছিলেন। আকস্মিক এই দুর্ঘটনার খবর পেয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিপি শর্মা বলেন, “আমরা শোকাহত। উনি খুব দক্ষ অফিসার ছিলেন। বছর দুই আগে দিল্লি থেকে কলকাতায় আসেন। নতুন টার্মিনালের এই প্রকল্প চলাকালীন প্রবীণের মৃত্যু আমাদের পক্ষে খুব বড় ক্ষতি।” |