পরিবহণমন্ত্রী মদন মিত্রের প্রাক্তন আপ্ত-সহায়ক শেখ রেজাউল ওরফে বাপি করিমের বিরুদ্ধে ধর্ষণ, খুনের চেষ্টা এবং প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন গরফার এক মহিলা। আদালতে গোপন জবানবন্দিও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে তাঁর ফ্ল্যাটের গ্যারাজে রাখা গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে গরফা থানায় অভিযোগ করেন ওই মহিলা। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি শুক্রবার পুলিশকে জানান। তাঁর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাপি এখনও ফেরার। ওই মহিলা বলেন, “সকালে জানতে পারলাম, আমার গাড়ির জানলার সব কাচ ভেঙে দেওয়া হয়েছে। তবে চালক গাড়িতে রাখা মামলার নথি-সহ সব কাগজপত্র আগের রাতেই আমাদের কাছে দিয়ে গিয়েছিলেন।” পুলিশ জানায়, ওই আবাসনের গেটের তালা ভাঙা হয়নি। গ্যারাজের অন্যান্য গাড়িতে হামলা হয়নি। আবাসনের রক্ষী রাত ১২টার পরে ঘুমিয়ে পড়েন। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। |
এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হল। শুক্রবার, কড়েয়া থানা এলাকায়। পুলিশ জানায়, সুনীতিকুমার বসু (৮০) নামে ওই বৃদ্ধ দশ তলা বাড়ি থেকে ‘ঝাঁপ’ দেন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। |