টুকরো খবর
সুরন-সহ ১১ ত্রিপুরী জঙ্গির আত্মসমর্পণ
আত্মসমর্পণ করলেন এনএলএফটি জঙ্গি নেতা সুরন দেববর্মা। সুরন ছাড়াও ধরা দিয়েছে ওই সংগঠনের আরও ১১ জন জঙ্গি। ২০০২ সালে বিশ্রামগঞ্জের হীরাপুরে ২০ জন জওয়ানকে খুন করে এনএলএফটি জঙ্গিরা। ওই অভিযানের নেতৃত্ব দেন সুরন। ত্রিপুরায় নিরাপত্তাবাহিনীর উপরে সেটাই সব থেকে বড় হামলার ঘটনা। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে করবুক এলাকায় গত কাল বিএসএফের কাছে আত্মসমর্পণ করেন সুরন, তাঁর ছেলে হোকু ও আরও সাত জন জঙ্গি। পৃথক ভাবে গত কাল ধলাই জেলার আনন্দহরি-রোয়াজা পাড়ায় পুলিশের কাছেও আত্মসমর্পণ করেছে আরও দুই ত্রিপুরী জঙ্গি বিশনজয় ত্রিপুরা ও পরিতোষ ত্রিপুরা। তাদের কাছ থেকে একটি এ কে-৪৭ রাইফেল, একটি রিভলভার ও একটি গ্রেনেড পাওয়া গিয়েছে।

ধর্মঘট প্রত্যাহার
ধর্মঘট প্রত্যাহার করে নিলেন মণিপুরের জিরিবাম মহকুমার স্বাস্থ্যকর্মীরা। ‘জঙ্গিকর’ দাবি করে চিঠি পাঠানোর প্রতিবাদে ১৮ ডিসেম্বর থেকে তাঁরা অনির্দিষ্টকালীন আন্দোলনে নেমেছিলেন। পুলিশ পরে চিকিৎসক ও অ-চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার আশ্বাস দিলে আজ থেকে ধর্মঘট প্রত্যাহৃত হয়। মহকুমার একমাত্র হাসপাতালে পাঁচ দিন ধর্মঘট চলে।

রেল ভাড়া বাড়ছে
যাত্রী বিভাগে প্রায় কুড়ি হাজার কোটি টাকার ঘাটতি মেটাতে আগামী রেল বাজেটে যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৫-১০ পয়সা বাড়াচ্ছে রেল। এতে মাসে ৪ হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আসবে।

গণধর্ষণ মামলায় চার্জশিট
কলেজছাত্রীকে গণধর্ষণের মামলায় এক আইনজীবী-সহ চার জনের বিরুদ্ধে চার্জশিট দিল শিলচর পুলিশ। চার্জশিটে পুলিশ জানিয়েছে, ধর্ষিতা ছাত্রীটির বাড়ি গুয়াহাটির উজানবাজারে। স্নাতক স্তরে বাণিজ্য নিয়ে ভর্তি হয়েছিল শিলচর মহিলা মহাবিদ্যালয়ে। অভিযুক্ত আইনজীবী দিব্যেন্দুজ্যোতি করের সঙ্গে তার আগেই পরিচয় ছিল। ১১ অগস্ট ছাত্রীটি টিউটরের বাড়ি যাচ্ছিল। আইনজীবী কর তাকে গাড়িতে তুলে নিয়ে যায় লাঠিগ্রামের নির্জন স্থানে। সেখানে সে গাড়ির ভেতরেই ধর্ষণ করে ছাত্রীটিকে। বিষয়টি তখন নজরে পড়ে যায় গ্রামের তিন যুবক পুতুল আহমদ লস্কর, সেবুল আহমদ গাজি ও লাতুমিয়া গাজির। তারা দিব্যেন্দুকে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে। পরে দিব্যেন্দু গাড়িতে মেয়েটিকে শিলচরে এনে শহরে ঢোকার মুখে ধাক্কা মেরে ফেলে দেয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.