দ্বিতীয় অবতার

কাল জন্মদিন। আজ রাতে পার্টি করছেন, না কাল?
না, এখনও সে রকম কোনও প্ল্যান নেই আমার। বাড়িতেই থাকব সকালের দিকে। আমার বাবা আসছেন মুম্বই থেকে। তার পর মণিদা, শ্রীকান্তদা যদি কিছু প্ল্যান করে সেখানে যাব।

বয়স তো ঊনত্রিশ হল?
ইয়েস, ঊনত্রিশ-য়ে পড়লাম।

আর জীবনটা কী রকম বুঝলেন এই ঊনত্রিশ বছর বয়সে?
বুঝলাম অনেক কিছু। (হেসে) হিরোর রোলে অভিনয় করছি সাত বছর, কিন্তু মনে হয় সময়টা যেন নিমেষে কেটে গেল। মানুষ চিনলাম প্রচুর।

কী রকম?
বুঝলাম হিরো হলে লোকে প্রশংসা বেশি করে। বুঝলাম সেই প্রশংসাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেওয়া প্রয়োজন। তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট যদি কেউ ক্রিটিসাইজ করে। অ্যাট লিস্ট সে সত্যি কথা বলছে।

আর কী বুঝলেন?
বুঝলাম এখানে মানুষ মুখে এক কথা বলে আর করে অন্য। ছাড়ুন না। আর এ সব নিয়ে কথা বলে কী হবে!

আপনার আর যিশু খ্রিস্টের জন্ম তো একই দিনে। তা মুকুটটা কি আপনারও কাঁটার?
আমার মাথায় মুকুটটুকুট কিছু নেই। আগে পঁচিশ বছর কাজ করি, তার পর তো মুকুট বসবে। এটুকু বলতে পারি, হিরোর জীবনটা অদ্ভুত। সেখানে নিজের জন্য সময় থাকে না। তাই আজও নিজের সাকসেসটা উপভোগ করতে পারিনি।

মুকুট তো নেই বুঝলাম, তাহলে পেরেকটা কে মারল আপনাকে?
আমি নিজেই নিজেকে পেরেক মারি। আমি আমার কাজ নিয়ে একদম খুশি না। আই অ্যাম নট হ্যাপি। আই অ্যাম ভেরি টাফ অন মাইসেল্ফ।

ইউ আর নট হ্যাপি?
হ্যাঁ। আই অ্যাম নট। অনেক প্রগ্রেস করতে হবে, অনেক। হচ্ছে না সেটা। বাট এটাও ঠিক, আই অ্যাম গিভিং মাই হান্ড্রেড পারসেন্ট। অন্য অন্য ছবি করছি ...

কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’ আপনি করছেন তো?
ইয়েস, আমি করছি। আনন্দ প্লাসকেই প্রথম বললাম।
শুনছি, পুরো ছবিটাই নাকি দক্ষিণ আফ্রিকাতে?
হ্যাঁ, পুরো ছবিটাই দক্ষিণ আফ্রিকাতে। ১০ ফেব্রুয়ারি থেকে শ্যুটিং শুরু। ক্যামেরাম্যান, স্টান্টম্যান সবাই হলিউডের। দক্ষিণ আফ্রিকার অনেক জায়গায় শ্যুটিং করব। আমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছবি। মন দিয়ে বইটাও পড়ছি। সিংহের সঙ্গে লড়াইও আছে।

সত্যি সিংহের সঙ্গে লড়বেন, না সিংহটা কম্পিউটার গ্রাফিক্সে বানানো?
সত্যিকারের সিংহ। আমি তো আমার প্রোডিউসারদের বলে দিয়েছি। ছবি করার আগে ওরা যেন আমার ইনসিওরেন্সের প্রিমিয়ামটা বাড়িয়ে দেয়। কে জানে বেঁচে ফিরব কি না!

‘চাঁদের পাহাড়’ দিয়ে কি দেবের নতুন অবতার শুরু হবে?
ইচ্ছে তো তাই। বললাম না আমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছবি। আমার বোনও খুব খুশি ‘চাঁদের পাহাড়’ করছি বলে। কেন জানেন?

কেন?
কারণ আমি পরমব্রত-র সঙ্গে ছবি করছি বলে। আমার বোনের আমাকে ভাল লাগে না। ও পরম আর শাশ্বতদার ফ্যান।

পরম, শাশ্বত তো সব সময় অন্য ধরনের ছবি করেন। আপনারও কি তবে এবার বাই বাই ‘খোকাবাবু’?
জানি না। কিন্তু দু’ ধরনের ছবিই আমি করতে চাই। তাই ‘চাঁদের পাহাড়’ করছি। তবে এটাও ঠিক, আপনার সঙ্গে যে সাউথ সিটির ফ্ল্যাটে বসে ইন্টারভিউ দিচ্ছি সেটা কিন্তু ‘চ্যালেঞ্জ’ আর ‘খোকাবাবু’র জন্য। ওটাই আমাকে দেব করেছে। আমি একটা ব্যালেন্স স্ট্রাইক করতে চাইছি।

আগের বছর যখন আপনার ইন্টারভিউ নিয়েছিলাম, চারিদিকে আপনাকে নিয়ে হইহই। হইহই আজও হয় কিন্তু লোকে বলছে আপনার ছবি আর সে রকম
চলছে না...

দেখুন, এগুলো যখন লোকে বলে তারা ভুলে যায় আমার ছবির বক্স-অফিস কালেকশনস্। কোন কোন ছবি ফ্লপ বলে লোকেরা?

বলে ‘পাগলু ২’ সেরকম চলেনি, বলে ‘চ্যালেঞ্জ ২’ সে রকম চলেনি?
শুনুন, ‘পাগলু ২’র ফার্স্ট উইক কালেকশন দু’ কোটি টাকা। ‘চ্যালেঞ্জ ২’র ফার্স্ট উইক কালেকশন চার কোটি দশ লাখ। আমার ফ্লপ ছবির কালেকশন অনেক হিরোর হিট ছবির কালেকশনের থেকে বেশি।

আচ্ছা, যখন জিতের ‘আওয়ারা’ ব্লকবাস্টার হয় আপনার খারাপ লাগে? হিংসে হয়?
না না একেবারেই নয়। জিৎ-দা অনেক সিনিয়র। অনেক দিন কাজ করছেন। আর আমি কি বোকা যে চাইব শুধু আমার ছবি চলুক? সবার ছবি চললেই আমার ছবিও চলবে। সিম্পল ইকনমিক্স। একটুকুও হিংসে হয় না।

আপনার না হতেই পারে, কিন্তু আপনাকে তো লোকে হিংসে করে?
কতটা ভালবাসে বলুন ওরা আমাকে! ভাল না বাসলে কেউ আমাকে নিয়ে ভাববেই বা কেন, হিংসেই বা করবে কেন?

‘গুপি গাইন বাঘা বাইন’ করার কথা ছিল তো আপনার?
কিন্তু ছবিটাই তো হল না। আই ওয়াজ ভেরি ভেরি স্যাড। খুব ইচ্ছে ছিল ছবিটা করার। কেন হল না সেটা আর ডিসকাস করতে চাই না।

কাজের কথা অনেক হল এ বার একটু অন্য প্রসঙ্গে আসি।
(হেসে) বলুন।

ফেসবুকে রিলেশনশিপ স্টেটাসটা কী? সিঙ্গল, এনগেজড, কমপ্লিকেটেড...
আমি হ্যাপিলি সিঙ্গল (হাসি)
আফ্রিকান সাফারি
‘চাঁদের পাহাড়’য়ের মতো ছবি বানানো সত্যি ভাগ্যের ব্যাপার। এটুকু বলতে পারি, আমি কিন্তু আফ্রিকা দেখে সে রকম অবাক হইনি। আমার কাছে আরও বেশি আশ্চর্যের, আফ্রিকায় না এসে, ১৯৩৭-য়ে বাংলায় বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পটা লিখলেন কী করে! বইয়ের সঙ্গে প্রত্যেকটা লোকেশন যেন ম্যাজিকের মতন মিলে যাচ্ছে।
কমলেশ্বর মুখোপাধ্যায়, পরিচালক
তার মানে সম্পর্ক ভেঙে গিয়েছে আপনার আর শুভশ্রীর সঙ্গে?
আমি কোনও দিন কোনও কাগজেই বলিনি যে শুভশ্রী আমার গার্লফ্রেন্ড। আমি আজকেও আর কিছু বলতে চাই না। এটুকু বলতে চাই, আমি চেষ্টা করেছিলাম। পারিনি। কিন্তু আজকেও আমরা বন্ধু।

কিন্তু...
আর দেখুন শুভশ্রী ইজ আ ভেরি গুড গার্ল। আমি নিজে ইন্ট্রোভার্ট তাই কাউকে কিছু বলতে পারিনি। খারাপ কী আর লাগেনি। খুব খারাপ লেগেছিল। কিন্তু এই ব্যথাটা আমার পার্সোনাল। আমাকেই হ্যান্ডেল করতে হবে এটা।

ভাঙল কেন আপনাদের সম্পর্ক?
সেটা জানলে তো ভাঙত না। আমি চাই শুভশ্রী খুব মন দিয়ে কাজ করুক। শুভশ্রী যেন কাজে কনসেনট্রেট করে। আগে ও শুধু আমার ওপর কনসেনট্রেট করত।

আপনার ওপর কনসেনট্রেট করে তা হলে উনি কি ভুল করেছেন?
শুধু আমার ওপর কনসেনট্রেট করে তো সত্যিই ভুল করেছে। কত কাজ ছেড়ে দিয়েছে। কিন্তু আজও আমি ওর ফাইটিং স্পিরিটটাকে সম্মান করি।

লোকে কিন্তু অন্য কথা বলছে।
কী বলছে?

বলে ‘চ্যালেঞ্জ ২’তে শুভশ্রী চেয়েছিল আপনার বিপরীতে কাজ করতে। আপনাকে নাকি অনুরোধও করেছিল হিরো হওয়ার সুবাদে প্রোডিউসারদের ওঁর কথা বলেন।
দেখুন, আমি কোনও দিন কারওকে রেকমেন্ড করব না। আমি সেভাবে কাজ করি না। আই ডোন্ট মিক্স ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল লাইফ।

আপনার সঙ্গে কি পূজার প্রেম?
মিথ্যে কথা। আমি এটা নিয়ে কথাই বলতে চাই না। আমার নামে কুৎসা রটানোর জন্য ইন্ডাস্ট্রির কিছু লোক উঠেপড়ে লেগেছে। আমার সঙ্গে কাজ করত বলে যারা কাজ পেত, তারাই এ সব রটাচ্ছে।

খারাপ লাগে না আপনার?
খারাপ লাগে শুভশ্রী তাদের বিশ্বাস করছে। শুভশ্রী এত খারাপ নয়, ওর আশেপাশের কিছু লোক ওকে উসকাচ্ছে যাতে ও আমার বিরুদ্ধে কথা বলে।

শোনা যাচ্ছে আর এক নামী অভিনেত্রীর সঙ্গেও না কি আপনার সম্পর্ক...
না না, কী যে বলেন... একদমই নয়।

বিয়ে করছেন কবে?
দেখুন, এই মুহূর্তে আমার জীবনটা একটু ঘেঁটে আছে। হ্যাঁ, বাড়ি থেকে প্রেশার আছে। কিন্তু আর কিছু দিন পরে বিয়ে করব। আর একটু কেরিয়ারটা গুছিয়ে নিই।

তা হলে শেষ প্রশ্ন। আজকে রাত বারোটায় কে হ্যাপি বার্থডে জানালে খুশি হবেন? শুভশ্রী না পূজা নাকি অন্য কোনও হিরোইন?
(হেসে) শুভশ্রী।


দক্ষিণ আফ্রিকায় ‘চাঁদের পাহাড়’য়ের শ্যুটিং যেখানে হবে: পুমালাঙ্গা, ড্র্যাকেনস্বার্গ, কালাহারি,
রিখটারস্ওয়েল্ড, এলানিস রিভার, ব্লাইড রিভার ক্যানিয়ন, স্যাবি রিভার, ক্রুগার ন্যাশনাল পার্ক



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.