টুকরো খবর
জায়গা রেখে ধৃত নিত্যযাত্রী
ট্রেনে বেআইনি জায়গা রাখার অভিযোগে আরপিএফ সুব্রত সিনহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বুধবার সকালে শিয়ালদহগামী কৃষ্ণনগর লোকালে নিজের ব্যাগ দিয়ে জায়গা রাখায় আরপিএফ তাঁকে ধরে। আরপিএফের কৃষ্ণনগর পোস্টের ইন্সপেক্টর হরমঙ্গত সিংহ বলেন, “বেআইনি জায়গা রাখা রুখতে প্রতিদিন অভিযান চলবে।” গত কাল জায়গা রাখা রুখতে গিয়ে আরপিএফ দুই নিত্যযাত্রীকে গ্রেফতার করে। ঘণ্টা তিনেক ট্রেন অবরোধের পরে ধৃতদের ছেড়ে দেয় আরপিএফ।

আসন সংরক্ষণ
দীর্ঘ দিনের দাবি মেনে সোমবার থেকে বহরমপুর-কোচবিহার রুটের যাত্রিবাহী রকেট বাসের আসন সংরক্ষণ শুরু হল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বহরমপুর ডিভিশনের ম্যানেজার উত্তম গণ বলেন, “বহরমপুরের মীরমদন-মোহনলাল টার্মিনাসে এক মাস আগে থেকে আসন সংরক্ষণ করা যাবে।”

প্রচার গাড়িতে হামলা মদ্যপের
তেহট্টে মুখ্যমন্ত্রীর সমাবেশের প্রচারের গাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। বুধবার দুপুরে তেহট্টের পলাশিপাড়া-রুদ্রনগর এলাকায় গাড়িতে করে মুখ্যমন্ত্রীর জনসভার প্রচার করছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, সেই সময় কংগ্রেস ও সিপিএম যৌথভাবে ওই গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তৃণমূল কর্মীদের মারধর করে। রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “মুখ্যমন্ত্রীর সভা নিয়ে আতঙ্কিত কংগ্রেস ও সিপিএম গাড়ি ভাঙচুরের পাশাপাশি আমাদের কর্মীদের মেরেছে।” অভিযোগ অস্বীকার করে পলাশি পাড়ার বিধায়ক সিপিএমের এসএম সাদি বলেন, “তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলে ওই হামলা ঘটেছে।” কংগ্রেসের জেলা সভাপতি অসীম সাহা বলেন, “আমাদের কর্মীরা এর সঙ্গে জড়িত নয়।” প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এক মদ্যপ যুবক ওই কাণ্ড ঘটিয়েছে।

খুদে রাখাল। রানিনগরে বিশ্বজিৎ রাউতের তোলা ছবি।

গাঁজা চাষ নষ্ট করল প্রশাসন
ফের গাঁজা চাষ নষ্ট করল পুলিশ। বুধবার ডোমকলের জিৎপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১০০০ কেজি গাঁজা নষ্ট করেছে বলে জানান এসডিপিও দেবর্ষি দত্ত। চাষ বন্ধ করা নিয়ে ঘটা করে প্রচার করা হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে মনে করছে প্রশাসনের একাংশ। গত এক সপ্তাহে দু’বার গাঁজা মেলায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে কর্তাব্যক্তিদের। মহকুমাশাসক প্রশান্ত অধিকারী বলেন, “প্রচার সত্ত্বেও প্রত্যন্ত এলাকাগুলিতে এখনও গাঁজা চাষ হচ্ছে। প্রয়োজনে পঞ্চায়েতকে কাজে লাগিয়ে আবারও প্রচারের কাজে নামা হবে।”

সড়ক সম্প্রসারণ
বেলডাঙার বড়ুয়া মোড় থেকে আমতলা বরাবর সংকীর্ণ রাস্তার প্রসারণের কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রের খবর। প্রথম পর্যায়ে বড়ুয়া মোড় থেকে ফুলবাসতলা পর্যন্ত এই সম্প্রসারণের কাজ হবে। প্রশাসনের তরফে জানান হয়েছে, ওই রাস্তার মাঝে ডিভাইডার তৈরি হবে।

থমকে উন্নয়ন
এক জন নির্বাহী বাস্তুকার থাকায় ভরতপুর-১ নম্বর ব্লকের উন্নয়ন শ্লথ হয়ে পড়ছে বলে অভিযোগ কান্দি মহকুমা কংগ্রেসের। আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি ওই পঞ্চায়েত সমিতিতে ইঞ্জিনিয়ারের অভাবে রাস্তাঘাট মেরামতি থেকে নর্দমা তৈরির কাজে গতি আসছে না।

রেল গেট সম্প্রসারণ
বেলডাঙা পুর এলাকার বেলডাঙা-আমতলা রাজ্য সড়কের উপর ১১১ নম্বর রেল গেট সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। শহরের মূল কেন্দ্র পাঁচরাহায় রেল গেটটি দু’দিকে ২ মিটার করে বাড়ানো হবে। বেলডাঙার বিধায়ক কংগ্রেসের সফিউজ্জামান বলেন, “দখলদারদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.