নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
মাস পাঁচেক ধরে নিষ্ক্রিয় থাকা কৃষি সমবায় সমিতিকে সচল করার উদ্যোগে আবেদন জানাতে গিয়ে ঘেরাও হতে হল সরকারি আধিকারিকদের। ‘দুর্নীতিগ্রস্ত’ সমবায় পরিচালন সমিতি থেকে দুর্নীতিগ্রস্তদের অপসারণের দাবিতে বিক্ষোভে সরব হন স্থানীয় মানুষ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে আরামবাগের নৈসরাইয়ে দ্বারকেশ্বর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে।
স্থানীয় কৃষকদের পক্ষে মীর সরফরাজ হোসেনের অভিযোগ, সরকারি দরে আলু কেনা-সহ নানা ঘটনায় দুর্নীতিতে জড়িয়েছে এই সমবায় সমিতির কর্তৃপক্ষ। আলু কেনার মাস্টাররোলে ভুয়ো নাম ঢোকানো হয়েছে। প্রশাসনিক তদন্তে তা প্রমাণও হয়েছে। কিন্তু সেই তদন্তের পরে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কোনও আইনানুগ পদক্ষেপ করেনি প্রশাসন। বিক্ষোভকারীদের দাবি, সমবায় সচল করা হোক। কিন্তু পরিচালন সমিতির দুর্নীতিগ্রস্তদেরও তাড়াতে হবে।
অভিযোগ প্রসঙ্গে সমবায় পরিচালন সমিতির তরফে বলা হয়, প্রশাসন তদন্ত করছে। দুর্নীতি ঘটেছে কিনা, তাঁরাই বলতে পারবেন।
অন্য দিকে, সমবায় দফতরের আরামবাগের সার্কেল ইন্সপেক্টর সুজন দে বলেন, “তদন্ত রিপোর্ট জেলায় পাঠানো হয়েছে। তাঁরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।”
এ প্রসঙ্গে ওই সরকারি আধিকারিক আরও জানান, কিন্তু প্রশাসনিক সেই প্রক্রিয়ার মধ্যে সমবায় যেন বন্ধ না থাকে, তা নিশ্চিত করতেই সমিতির সদস্যদের ডাকা হয়েছিল। অধিকাংশই ঋণ শোধ করে নতুন ভাবে ঋণ নিতে চাইছেন। যাঁরা ঘেরাও-বিশৃঙ্খলা করছেন তাঁদের কাছে আবেদন, যে ভাবে হোক আগে সমবায়টিকে বাঁচান।
এ দিন ঘেরাও শুরু হয়েছিল বিকেল সাড়ে ৪টে নাগাদ। সরকারি আধিকারিকের আবেদনে সাড়া দিয়ে সন্ধে ৬টা নাগাদ ঘেরাও ওঠে। |