ফেল করায় ঘেরাও কলেজেও
নিজস্ব সংবাদদাতা |
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কলেজে বিক্ষোভ দেখালেন বরাহনগরের প্রশান্তচন্দ্র মহলানবীশ মহাবিদ্যালয়ের স্নাতক স্তরের কয়েক জন ছাত্রছাত্রী। প্রায় পাঁচ ঘণ্টা অধ্যক্ষ এবং অন্য শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করেও রাখা হয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, বিভাগীয় প্রধানের কথামতো তাঁরা পুরনো পাঠ্যক্রম পড়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে বসেছিলেন। কিন্তু প্রশ্নপত্রের সব প্রশ্নই ছিল নতুন পাঠ্যক্রমের। পুলিশ জানায়, বুধবার বেলা ১২টা নাগাদ বিএসসি (জেনারেল) পাঠ্যক্রমের ২০-২৫ জন পড়ুয়া কলেজে বিক্ষোভ দেখান। কয়েক জন গায়ে আগুন দিয়ে আত্মহত্যার হুমকিও দেন। ছাত্রছাত্রীরা জানান, ২০০৯ সালে তাঁরা পার্ট ওয়ান পরীক্ষায় রসায়ন বিষয়ে অকৃতকার্য হন। পার্ট টু-তেও একই অবস্থা হয়। এক ছাত্রী বলেন, “এ বছরও ওই বিষয়ে আমরা পরীক্ষা দিই। বিভাগীয় প্রধান বলেছিলেন, পুরনো পাঠ্যক্রমে পরীক্ষা হবে।” তথ্য-বিভ্রান্তি হল কেন? অধ্যক্ষ স্বপনকুমার কর বলেন, “বিশ্ববিদ্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, নতুন পাঠ্যক্রমেই পরীক্ষা হবে। কিন্তু ওই বিভাগীয় প্রধান তা না-জেনে ছাত্রছাত্রীদের ভুল পথে চালিত করেছিলেন। বিষয়টি পরীক্ষা নিয়ামককে জানিয়েছি।” পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৌশিক গুপ্ত বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার পরে এ ব্যাপারে যা যা ব্যবস্থা নেওয়া যায়, তা নেওয়া হবে।”
|
নোনাডাঙার বস্তিবাসী এবং উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্যদের উপরে বুধবার রাতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আহত পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওই কমিটির সভাপতি অমিতাভ ভট্টাচার্যের অভিযোগ,স্থানীয় কিছু তৃণমূল নেতা দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তিন দিন ধরে বস্তিতে হামলা করছেন। এ দিনও হামলা হয়। তিলজলা থানায় অভিযোগ করে ফেরার সময় বস্তিবাসীদের রাস্তা আটকে রাখে দুষ্কৃতীরা। মারধর করে পুরুষ ও মহিলাদের। এক জনকে মেরে খালে ফেলে দেওয়া হয়। অমিতাভবাবু বলেন, “পুলিশ শিবিরের সামনেই হামলা হচ্ছে। কিন্তু পুলিশ কিছু করছে না।” তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন।
|
কলকাতায় আত্মীয়ের বাড়ি এসে ফেব্রুয়ারিতে নিখোঁজ হন সেন্টু নায়েক নামে পশ্চিম মেদিনীপুরের এক যুবক। বুধবার দক্ষিণেশ্বরের একটি হোটেলে তাঁর খোঁজ মিলল। পুলিশ জানায়, রাস্তায় বেরিয়ে বাড়ির ঠিকানা ভুলে ট্রেনে উঠে চলে যান কেরলে। সেখানে হোটেলে কাজ করতেন। কয়েকদিন আগে ফেরেন কলকাতায়।
|
ভুয়ো নিয়োগপত্র নিয়ে রেলের চাকরিতে যোগ দিতে যাওয়ার অভিযোগে গ্রেফতার হল দুই যুবক। বুধবার, পশ্চিম বন্দর থানা এলাকার অফিসে। ধৃত শুভ্রাংশুশেখর দাস এবং দিলীপ মিত্রের কাছে খেলোয়াড় কোটায় রেলে চাকরির নিয়োগপত্র দেখে সন্দেহ হয় কর্মীদের। থানায় খবর দেওয়া হয়।
|
পর্ণশ্রীতে এক শিশুকন্যাকে (২) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবক বুধবার গ্রেফতার হয়। পুলিশ জানায়, ধৃতের নাম বিশু মণ্ডল। এ দিনই, বালিগঞ্জে পরিচিত এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয় চিকু শেঠি নামে এক যুবক।
|
প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ২ জানুয়ারি কলকাতায় আসছেন। ৩ জানুয়ারি তিনি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্বোধন করবেন। ওই দিন বিশেষ বিমানে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। |