হুগলির ভাণ্ডারায় ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনার কিনারা করল বর্ধমানের কালনা থানার পুলিশ। ছ’জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৮২ হাজার টাকা, দু’টি নাইন এমএম পিস্তল, ৬টি গুলি ও একটি ভোজালি, ৭টি বোমা একটি ব্যাঙ্ক চেক ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম সাফিকুল শেখ, রফিকুল সাদ্দার, জিয়ারুল গাজি, মঞ্জুর শেখ, গফ্ফর মোল্লা ও গৌতম দাস। এদের মধ্যে গৌতম ও গফ্ফর ট্রাকটির চালক ও খালাসি। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা, পূর্বস্থলীর সিংহজুলি, নবদ্বীপের মাঝের চরা, কালনার নসিপুর ও কালনা শহরের বারুইপাড়া এলাকায়।
কালনা থানা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২টো নাগাদ খবর মেলে নসিপুর গ্রামের গফ্ফর মোল্লার বাড়িতে কয়েক জন যুবক জড়ো হয়েছে। |
টাকার ভাগ বাটোয়ারা নিয়ে চিৎকার চেঁচামেচি করছে। খবর পেতে কালনা থানার ওসি অমিত মিত্রের নেতৃত্বে এক দল পুলিশবাহিনী এসে গফ্ফরের বাড়ি ঘিরে ফেলে। ঘটনাস্থল থেকে ওই ছ’জন দুষ্কৃতীকে ধরা হয়।
পুলিশের দাবি, ধৃতদের জেরা করে জানা যায়, শহরের কাটিগঙ্গা এলাকার রঞ্জিত পাল নামে এক ব্যবসায়ী বৃহস্পতিবার মেদিনীপুরের কান্নাদিঘি এলাকায় ধান কেনার জন্য একটি ট্রাক পাঠান। চালক ও খালাসি ছাড়াও গাড়িতে ছিলেন রঞ্জিতবাবুর ম্যানেজার পরিমল দাস। হুগলির ভাণ্ডারায় ট্রাকটি থামায় দুষ্কৃতীরা। সেখানে মারধর করা হয় পরিমলবাবুকে। তাঁকে ধোঁকা দিতে গৌতম ও গফ্ফরকেও মারধর করে দুষ্কৃতীরা। আগেও দু’বার গফ্ফর গ্রেফতার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গুরুতর আহত অবস্থায় পরিমলবাবুকে কালনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। |