বিষমদে মৃত্যুর বর্ষপূর্তিতে ঘুম ভেঙে উঠে অবৈধ মদ ধরতে অভিযানে নামল আবগারি দফতর ও পুলিশ।
শুক্রবার বর্ধমান শহর জুড়ে নানা জায়গায় তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, বর্ধমান শহরে বিনা লাইসেন্সে মদ বিক্রির অভিযোগে মহাজনটুলি থেকে এক জনকে বমাল ধরা হয়েছে। যদিও রাতে বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় জানান, কাউকে গ্রেফতার করা হয়নি। তবে অভিযান চলছে। রাতভর চলবে।
পুলিশের পাশাপাশি অভিযানে নেমেছিল আবগারি দফতরও। জেলা আবগারি দফতরের ডেপুটি এক্সসাইজ কালেক্টর (সদর) সুরজিৎ সরকার বলেন, “এ দিন বর্ধমান, গলসি, মাধবডিহি ও আউশগ্রাম এই চারটি থানা এলাকায় অভিযান চালিয়েছি। শেষ তিনটি জায়গা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ১৮টি জায়গায় অভিযান হয়েছে।” তাতে মোট ৩২৩ লিটার চোলাই মদ, ৩১৩৫ লিটার মদ তৈরির উপকরণ, ১৮ লিটার দেশি মদ, ৪টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি ও একটি সাইকেল উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
মগরাহাটের সংগ্রামপুরে বিষমদে ১৭২ জনের মৃত্যুর এক বছর পরে বর্ধমান জেলায় চোলাই ও নকল মদের কারবারের কী অবস্থা তা নিয়ে এক দিন আগেও খোঁজ নিয়েছে সংবাদমাধ্যম। বিভিন্ন জায়গায় ঠেক চলার কথা ফলাও করে লেখাও হয়েছে। সুরজিৎবাবু অবশ্য দাবি করেন, “আমাদের অভিযানের সঙ্গে কোনও পত্রিকায় প্রকাশিত খবরের সম্পর্ক নেই। আমরা তো প্রতি দিনই অভিযান চালাচ্ছি।” |