জঙ্গলমহলের টাকা খরচ হয়েছে অর্ধেক |
জঙ্গলমহলের উন্নয়নের জন্য বরাদ্দ হওয়া টাকার অর্ধেক খরচই করতে পারেনি বাঁকুড়া জেলা প্রশাসন। খোদ জেলাশাসক বিজয় ভারতী শুক্রবার সাংবাদিক বৈঠকে এ কথা স্বীকার করেছেন। এ দিন সার্কিট হাউসে জেলার উন্নয়ন সংক্রান্ত বৈঠকের পরে তিনি বলেন, “জঙ্গলমহলের ব্লকগুলিতে উন্নয়নমূলক কাজের জন্য ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যানে পাওয়া ৩০ কোটি টাকার মধ্যে ১৫ কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকার কাজ চলছে।” বিষ্ণুপুর হাসপাতালকে মহকুমা থেকে জেলা হাসপাতালে উন্নীত করা হবে বলে তিনি জানান। রাইপুর স্বাস্থ্যকেন্দ্রেরও শয্যা সংখ্যা বাড়ানো হবে এবং খাতড়ায় ব্লাড ব্যাঙ্ক তৈরি করা হবে বলে তিনি জানান। বিষ্ণুপুর হাসপাতালের জেলা হাসপাতালে উন্নীত করার কথা রাজ্য সরকার অনেক আগেই ঘোষণা করেছিল। তারপরেও এতদিনে তা কেন হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম। দলের জেলা সম্পাদক অমিয় পাত্রের কটাক্ষ, “দেড় বছর ধরে শুনে আসছি। কিন্তু বিষ্ণুপুর মহকুমা হাসপাতালেই রয়ে গিয়েছে। উল্টে ওই হাসপাতালের পরিষেবা আরও খারাপ হয়ে গিয়েছে।”
|
লজের ভিতর মিলল এক জুনিয়র চিকিৎসকের মৃতদেহ। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে লোকপুর এলাকার একটি লজে শুক্রবার পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্দীপ গড়াই (২৫)। বাঁকুড়া শহরের রবীন্দ্রসরণি এলাকায় তাঁর বাড়ি। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে তিনি কর্মরত ছিলেন। পুলিশের দাবি, ওই ঘর থেকে ঘুমের ইঞ্জেকশনের অ্যাম্পুল ও সিরিঞ্জ মিলেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত পরিমাণে ঘুমের ইঞ্জেকশন শরীর প্রয়োগ করে তিনি আত্মহত্যা করেছেন। সন্দীপের দিদি শান্তি গরাই জানান, “জন্ম থেকেই পায়ে সমস্যা থাকায় খুঁড়িয়ে হাঁটত ভাই। কয়েক মাস ধরে ও মানসিক অবসাদে ভুগছিল। বৃহস্পতিবার রাতে হাসপাতাল যাওয়ার নাম করে বেরিয়ে ভাই আর বাড়ি ফেরেনি।” শুক্রবার সকালে থানায় নিখোঁজ ডায়েরি করতে গিয়ে তিনি ভাইয়ের মৃত্যুসংবাদ পান। |