পুরস্কৃত আদর্শ সমবায় সমিতি |
আদর্শ সমবায় সমিতি হিসেবে পুরস্কৃত হল ফরাক্কার খোদাবন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি। এই সমিতি গত এক বছরে ৪ কোটি ২০ লক্ষ টাকা আমানত জমা করে ৮.৫৭ লক্ষ টাকা লাভ করেছে। সমবায়ের সেরা পরিচালক হিসেবেও পুরস্কৃত হয়েছেন ওই সমিতিরই ম্যানেজার মোশারফ হোসেন। এ ছাড়াও সামশেরগঞ্জের বাসুদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিকে ২.৯৩ কোটি টাকা আমানত সংগ্রহের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। উদীয়মান সমিতি হিসেবে পুরস্কার পেয়েছে ফরাক্কার খোসালপুর সমবায় ও সামশেরগঞ্জের রঘুনন্দনপুর সমবায় সমিতি। রাজ্য সমবায় দফতর এ বছরই গ্রামীণ সমবায়গুলিকে উৎসাহ দিতে এই ধরনের পুরস্কার চালু করেছে। শুক্রবার ফরাক্কার সমবায় ব্যাঙ্ক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই ব্যাঙ্কগুলির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন সমবায় দফতরের কর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়কসহ-অনেকে। সমবায় দফতরের পরিদর্শক নিলয় সরকার বলেন, “দু’টি ব্লকে ১৬টি সমবায় কৃষি উন্নয়ন সমিতি রয়েছে। তারমধ্যে লাভজনক ও সফল সমবায়গুলিকে উৎসাহ দিতে এই ধরণের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেইমত সম্ভাবনাময় সমবায়গুলিকেও পুরস্কৃত করা হচ্ছে।” ফরাক্কার বিধায়ক কংগ্রেসের মইনুল হক হলেন, “অনেক সমবায় সমিতিই পরিচালনার ব্যর্থতা ও দুর্নীতির কারণে ভেঙে পড়েছে। সেক্ষেত্রে খোদাবন্দপুরের মত সফল ব্যাঙ্কগুলিকে উৎসাহ দিয়ে আদর্শ হিসেবে সামনে তুলে ধরলে অন্যান্য সমবায়গুলি অনুপ্রানীত হবে।”
|
রেজিনগর থানার মানিক্যহারে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস থেকে পদত্যাগের খবর দিলেন রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানান, শুক্রবারই তিনি কিষাণ কংগ্রেসের জেলা সভাপতির পদ, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য পদ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ ও বেলডাঙা ২ নম্বর ব্লক কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করেছেন। তিনি আরও জানান, তিনি ১৯ নভেম্বর কলকাতা যাচ্ছেন। তিনি বলেন, “কলকাতায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে বিধায়ক পদ ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।” ২০ নভেম্বর তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলেও তিনি জানান। তিনি তৃণমূলে কেন যোগ দিচ্ছেন? তাঁর কথায়, “আমি বামের বিরুদ্ধে লড়াই করেই এই জায়গায় এসেছি। বর্তমানে আমার রাজনৈতিক আশ্রয় হিসাবে তৃণমূল কংগ্রেসকেই বেছে নিলাম।” ১১ নভেম্বর রেলের কর্মসূচিতে অধীর চৌধুরীকে নেতা হিসাবে মেনে নেওয়ার পরও কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? তাঁর কথায়, “তারপর নওদার কংগ্রেস বিধায়ক আমারই নেতা কর্মীদের নিয়ে রেজিনগরে আমার তৈরি দলীয় কার্যালয়ে মিটিং করলেন। সেখানে আমি ব্রাত্য। রেল প্রতিমন্ত্রীর সম্বর্ধনা হল বেলডাঙা ও নওদায়। সেখানেও আমাকে ডাকা হল না। এতে আমি অপমানিত। তাই দলত্যাগ করলাম।” স্থানীয় কিছু কংগ্রেস কর্মী হুমায়ুন কবীরের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন।
|
এক মহিলাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ারের অভিযোগে নবদ্বীপ থানার পুলিশ ওই মহিলার শাশুড়ি দেওরকে গ্রেফতার করেছে। নবদ্বীপ পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলপনা হালদার (৩৮) ১৩ নভেম্বর রাতে মারা যান। ওই দিনই ওই মহিলার বাড়ির লোকজন নবদ্বীপ ধাম স্টেশনের কাছ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন। মৃতের বাবা জগদীশ হালদার বৃহস্পতিবার নবদ্বীপ থানায় মেয়ের শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনাদানের অভিযোগ আনেন। জগদীশবাবু বলেন, ‘‘বছর দশেক আগে পেশায় মণ্ডপশিল্পী রবীন বিশ্বাসের সঙ্গে মেয়ের বিয়ে দিই। এ বার দুর্গাপুজোর সময় বাবার বাড়ি থেকে ৩০ হাজার টাকা আনকে চাপ দিয়েছিল জামাই। আমি তা না দিতে পারায় মেয়েকে মারধর করত। শেষে অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ে আত্মঘাতী হয়েছে।’’ অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের শাশুড়ি ও দেওরকে ধরলেও, বাকিরা এখনও পর্যন্ত অধরা। ওই মহিলার শ্বশুরবাড়ির অন্যান্য অভিযুক্তদের হদিস পেতে তল্লাশি চলছে।
|
স্ত্রীর পাশে ঘুমন্ত অবস্থায় এক যুবককে গুলি করে মারল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে হরিণঘাটার বাগানপাড়া এলাকায়। মৃতের নাম মিনাজ মণ্ডল(৩৫)। ঘটনার দিন রাতে ঘরের বারান্দায় স্ত্রী মাজেদা বিবির সাথে ঘুমোচ্ছিলেন মিনাজ। পরের দিন, শুক্রবার সকালে এই খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুষ্কৃতী বসু মল্লিককে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। গুরুতর আহত অবস্থায় সে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত ও আহত উভয়েই সমাজবিরোধী। পুরনো কোনও শত্রুতার জেরেই এই খুন বলে মনে হচ্ছে। সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।”
|
চাঁদার জুলুম, রাস্তা অবরোধ |
চাঁদার জুলুমের প্রতিবাদে শ’খানেক চাষি চাকদহের রাউতাড়ী এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ঘন্টা দেড়েক এই অবরোধ চলে। পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। অবরোধকারী চাষীদের অভিযোগ, সব্জি বিক্রি করতে যাওয়ার পথে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হছে। |