|
|
|
|
জজ কোর্ট থেকে পালিয়ে গেলেন ৭ বিচারাধীন বন্দি |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
পুলিশের গাফিলতিতে জেলা জজ কোর্ট পুলিশ লক-আপ থেকে শুক্রবার সন্ধ্যায় ৫ জন বিচারাধীন বন্দি পালানোর ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলা পুলিশ মহলে। এদিন সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ বহরমপুর জেলে নিয়ে যাওয়ার জন্য কোর্ট পুলিশ লক-আপ থেকে বিচারাধীন ওই বন্দিদের বের করে লাইন দিয়ে গাড়িতে তোলার সময়ে ৭ জন বিচারাধীন বন্দি পালানোর চেষ্টা করে। তার মধ্যে দুজন বিচারাধীন বন্দিকে পুলিশ ধরে ফেলে। বাকি ৫ জন এখনও ফেরার। তাদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।
কিন্তু রাত পর্যন্ত তাদের কোনও সন্ধান মেলেনি। ওই ঘটনায় জেলা পুলিশ প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার তথা মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (মুর্শিদাবাদ, লালবাগ) মৃণাল মজুমদার বলেন, “ডেপুটি পুলিশ সুপার (সদর) ও বহরমপুর থানার আইসি-কে ওই ঘটনা তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ওই ঘটনায় পুলিশের গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আনসার শেখ, বদরুজ্জামান শেখ, ফুরকান হালদার, সাহিদুল শেখ, জাহিদ হাওলাদার রফিকুল শেখ ও কালু লস্কর কোর্ট পুলিশ লক-আপ থেকে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ রফিকুল শেখ ও কালু লস্করকে ধরে ফেলে। দুজনেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগণার ঘুটিয়া শরিফ জীবনতলা। এছাড়া বদরুজ্জামান শেখ, ফুরকান হালদার, শাহিদুল শেখেরও বাড়ি ওই ঘুটিয়া শরিফ এলাকায়।
তারা সকলেই ২০১১ সালের অক্টোবর থেকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে।
এছাড়াও বেলডাঙার বাসিন্দা আনসার শেখ ২০১১ ডিসেম্বর থেকে এবং উত্তর ২৪ পরগণার বেলঘরিয়ার বাসিন্দা জাহিদ হাওলাদার ২০১২ সালের মার্চ থেকে বহরমপুরের জেলে বিচারাধীন বন্দি অবস্থায় রয়েছে। পুলিশ জানায়, ওই সাত জনেরই বিরুদ্ধে ৪/৫টি করে মামলা রয়েছে। তার মধ্যে খুন, ডাকাতি ছাড়াও বেআইনি অস্ত্র ব্যবহার ছাড়াও অস্ত্র নিয়ে অপরাধমূলক কোনও কাজের উদ্দেশ্যে জড়ো হওয়ার মত মামলায় জড়িত তারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বহরমপুর জেলে নিয়ে যাওয়ার জন্য যখন কোর্ট পুলিশ লক-আপ থেকে বের করে লাইন দিয়ে গাড়িতে ওঠানো হচ্ছিল। সেই সময়ে এক জন বন্দি কোর্ট লক-আপের দায়িত্বে থাকা কনস্টেবলকে ধাক্কা মেরে ছুটে পালানোর চেষ্টা করে। তাকে ধরার জন্য পুলিশ কর্মীরা ছুটে যায়। তখন পুলিশের ওই ব্যস্ততার সুযোগে পালিয়ে যায় ৫ জন বিচারাধীন বন্দি। রাত পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।
|
|
|
|
|
|