টুকরো খবর
আত্মহত্যায় প্ররোচনা, ধৃত
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। বৃহস্পতিবার দিঘা থানার মেদিনীপুর গ্রামের ঘটনা। ধৃতের নাম শিবব্রত দে। তাঁর স্ত্রী বন্দিতা দে বুধবার রাতে বিষ খেয়ে আত্মঘাতী হন বলে পুলিশের অনুমান। বন্দিতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, পণ চেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা মানসিক ও শারীরিক অত্যাচার চালাত বন্দিতার উপরে। দেড় বছরের একটি শিশুপুত্রও আছে তাঁর। বন্দিতার বাবা ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই থানার গোছিদা তেঘরি গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত জানার অভিযোগ, তিনবছর আগে মেদিনীপুর গ্রামের বৃন্দাবন দের ছেলে শিবব্রত দের সঙ্গে বন্দিতার বিয়ে হয়। পাত্রপক্ষের দাবি মতো পণ ও যৌতুকও দেওয়া হয় বলে জানান তিনি। কিন্তু বিয়ের তিন বছর পরেও পণ হিসেবে আরও কয়েক ভরি সোনা ও নগদ টাকা দাবি করে বন্দিতার শ্বশুরবাড়ির লোকজন। স্বামী শিবব্রত, শ্বশুর বৃন্দাবন দে, শাশুড়ি কল্পনা দে ও বিবাহিত ননদ রানু পাত্রের অত্যাচারেই বন্দিতা আত্মঘাতী হয়েছে বলে দাবি তাঁর বাবার। মামলার তদন্তকারী অফিসার শান্তিময় নন্দী জানান, স্বামীকে গ্রেফতার করা হলেও বাকিরা পলাতক। তিনি আরও জানান, চলতি বছরে দিঘা থানায় চারটি বধূু নির্যাতনের মামলা দায়ের হলেও বধূ হত্যায় প্ররোচনা দেওয়ার মামলা এই প্রথম।

সভা ঘিরে চাপানউতোর
সভায় সশস্ত্র সমর্থক আনার অভিযোগ উঠল সিপিআইয়ের বিরুদ্ধে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের সাউটিয়া দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় একদল সমর্থক সশস্ত্র হয়ে আসে বলে অভিযোগ। তৃণমূলের মোহনপুর ব্লক সভাপতি প্রদীপ পাত্র বলেন, “সিপিআইয়ের পক্ষ থেকে সশস্ত্র লোক এনে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হলে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্ত ভাবে তাতে বাধা দেন।” অভিযোগ অস্বীকার করে সিপিআইয়ের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা দাঁতনের বিধায়ক বরুণ মহাপাত্র বলেন, “সমর্থকরা সশস্ত্র ছিলেন না। তৃণমূল ভয় পেয়ে বাধা দেয়।” মোহনপুর থানার আইসি জাফরুল মল্লিক জানান, “কয়েকজন তির, ধনুক, টাঙ্গি-লাঠি নিয়ে সমাবেশে আসছিলেন। পুলিশি তৎপরতায় তাঁদেরকে ফিরিয়ে দেওয়া হয়।” সভা পুলিশি নিরাপত্তায় শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ সিপিআইয়ের প্রবোধ পাণ্ডা, পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সন্তোষ রাণা প্রমুখ।

আজ কেন্দ্রের দল হলদিয়ায়
হলদিয়া বন্দরের পরিস্থিতি খতিয়ে দেখতে অবশেষে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক প্রতিনিধিদল পাঠাল। মন্ত্রকের তিন প্রতিনিধি শুক্রবার কলকাতা এসেছেন। এ দিন তাঁরা কলকাতা বন্দরের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকও করেন। আজ, শনিবার তাঁদের হলদিয়া যাওয়ার কথা। প্রতিনিধি হিসেবে মন্ত্রক যাঁদের পাঠিয়েছে, তাঁরা হলেন: ডিরেক্টর (শিপিং) সম্বিত ত্রিপাঠী, মন্ত্রকের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ (পিপিপি) অনুজ অগ্রবাল এবং ইন্ডিয়ান পোর্ট অ্যাসোসিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর এ জনার্দন রাও। তিন দিন ধরে বন্দরের যাবতীয় সমস্যা খতিয়ে দেখবেন তাঁরা । এ ব্যাপারে ফরাসি দূতাবাসের সঙ্গে কথা হবে কি না, প্রতিনিধিরা দিল্লি ফেরার পরেই তা ঠিক হবে বলে মন্ত্রক-সূত্রের খবর।

ভস্মীভূত গুদাম
আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি পাটের গুদাম। শুক্রবার ভোরে দাসপুরের দুবরাজপুরের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ী অশোক দাসের ওই গুদামে এদিন ভোরে আচমকাই ধোঁয়া বেরতে দেখা যায়। খবর চাউর হতেই এলাকার মানুষ জড়ো হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু ঘাটাল থেকে দমকল পৌঁছনোর আগেই গুদামে মজুত পাট পুড়ে নষ্ট হয়ে যায়। প্রায় লক্ষাধিক টাকার পাট নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনা, জখম দুই
মিনি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দু’জন। শুক্রবার বিকালে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পুরসভার ডাকবাংলো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, চন্দ্রকোনা থেকে গাড়িটি ঘাটালের দিকে আসছিল। পথে চন্দ্রকোনাগামী মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকের চালক পলাতক। গাড়ির চালক ও এক যাত্রী গুরুতর জখম হয়েছেন। আহতদের ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্কুলে চুরি
পুজোর ছুটিতে চুরি হয়েছে দাসপুরের গৌরা সোনামুই হাইস্কুলে। শুক্রবার স্কুল খুলতেই বিষয়টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। স্কুলের দোতলায় অফিসঘরের দরজা তালাভাঙা অবস্থায় খোলা রয়েছে দেখা যায়। একাধিক কম্পিউটার-সহ স্কুলের গুরত্বপূর্ণ নথিপত্র চুরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এমনকী স্কুলের নিবার্চন সংক্রান্ত কাগজপত্রও নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।

কংগ্রেসের প্রতিবাদ
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সিকে তেহট্টে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে শুক্রবার কাঁথিতে মিছিল করল কংগ্রেস। জেলা কংগ্রেস সম্পাদক কনিষ্ক পণ্ডার নেতৃত্বে কয়েকশো কংগ্রেস কর্মী মুখে কালো কাপড় বেঁধে শহর পরিক্রমা করেন। মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। পরে মহকুমাশাসকের কাছে স্মারকলিপিও জমা দেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.