গম্ভীর মুখ। দুশ্চিন্তায় ভরা অভিব্যক্তি। কয়েক দিন আগেই মোহালিতে ‘পঞ্জাবি তড়কা’র প্রবল ‘ঝালে’ কাবু হওয়া দলের কোচের এমন চেহারা হতেই পারে। কিন্তু সমস্যা যে শুধু এটাই নয়, আরও কিছু, শুক্রবার দুপুরে ইডেনের ঘাসে পা রেখেই তা টের পাওয়া গেল।
একটু আগে এই ঘাসেই ঘাম ঝরিয়েছেন মনোজ, দিন্দা, ঋদ্ধিমান, অনুষ্টুপ, লক্ষ্মীরা। ঘাম ঝরিয়েছেন দলের বাকিরাও কিন্তু ওঁদের সঙ্গে এঁদের তফাত যে জায়গায়, সেই জায়গা নিয়েই যে গোলমাল। শনিবার গুজরাতের বিরুদ্ধে রঞ্জির লড়াইয়ে ফেরার ম্যাচে বাংলার টিম লিস্টে ‘ওঁদের’ নামগুলো থাকছে। কিন্তু ‘এঁদের’? যা নিয়েই ধন্দে বাংলার কোচ ডব্লিউ ভি রামন। শনিবার কী কম্বিনেশনে পার্থিব পটেলদের বিরুদ্ধে প্রথম এগারো গড়বেন, সেটাই ঠিক করে উঠতে পারছেন না। যেন হাতে দেওয়া হয়েছে রুবিকস কিউব। তার রঙ মেলাতে গিয়ে হিমশিম অবস্থা! |
আগের ম্যাচে ইনিংস হারের প্রভাব বাংলা দল থেকে চার জন বাদ। তাঁদের মধ্যে ওপেনার জয়জিৎ বসুও। ফলে নতুন ওপেনিং জুটি নিয়ে নামতে হবে। শুভময় দাসের সঙ্গে পার্থসারথি ভট্টাচার্য, না সদ্য দলে আসা শ্রীবৎস গোস্বামী, নাকি পার্থ-শ্রীবৎস, তা নিয়ে যেমন ধন্দ, তেমন তিন নম্বর ব্যাটসম্যান নিয়েও কম ধাঁধা নেই। প্রথম জটটা খুললে দ্বিতীয়টা আপনিই খুলে যাবে। পরপর চারটে হাফসেঞ্চুরির জন্য ঋদ্ধিমান সাহাকে ব্যাটিং অর্ডারের উপর দিকে ওঠানোর ভাবনাও রয়েছে। সেটা আর এক জট। তাঁকে উপরে ওঠাতে গেলে তো এক জনকে নামাতে হবে। যে নামটা শুক্রবার পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই শেষ পর্যন্ত এই পরিকল্পনা শিকেয় তোলা হতে পারে। ম্যাচের আগের রাতে বাংলার যে প্রথম এগারো পাওয়া গেল, তাতে ওপেনিং জুটি শুভময়-পার্থ, তিনে ঋতম বা শ্রীবৎস। চার থেকে সাতে মনোজ, অনুষ্টুপ, ঋদ্ধি, লক্ষ্মী। ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে ঝোড়ো বোলিং জুটি দিন্দা-সামি, তৃতীয় পেসার সৌরভ সরকার ও বিশেষজ্ঞ স্পিনার ইরেশ সাক্সেনা সামলাবেন বোলিং বিভাগ। তবে এই তালিকা নিয়েও দ্বিমত রয়েছে খোদ দলের মধ্যেই।
প্র্যাক্টিসের পর রামন যেমন গম্ভীর মুখে বলছিলেন, “কাল সকালের আগে এ সব ঠিক করতে পারব না”, তেমন দলনেতা মনোজ তিওয়ারিরও একই বক্তব্য। “বুঝতে পারছি না এখনও, কাল সকালে ফাইনাল হবে”, বলতে বলতে গাড়িতে উঠে পড়লেন।
গ্রুপের প্রথম দু’ম্যাচে বারোশোর উপর রান তুলে ইডেনে এসে উইকেট দেখে কিন্তু বেশ খুশি গুজরাত অধিনায়ক পার্থিব পটেল। বললেন, “বেশ ভাল উইকেট। এ রকম উইকেটেই ক্রিকেট খেলে মজা।” মোহালিতে বাংলার ভরাডুবিকে খুব একটা আমল দিচ্ছেন না চলতি রঞ্জিতে তিন ইনিংসে ২৯৮ রান করে আসা পার্থিব। বললেন, “একটা হারের জন্য বাংলাকে কম গুরুত্ব দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।” মনোজও বললেন, “ওটা ভুলে গিয়েছি। বরং মোহালিতে যে ভুলগুলো হয়েছিল, প্রত্যেকেই সেই ভুলগুলো শোধরানোর চেষ্টা করছি। আমার মনে হয় সামনের চার দিন ইডেনে এতেই কাজ হবে ।” |