উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মারা গেলেন চন্দননগরের একই পরিবারের তিন জন। হুগলি জেলা পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। প্রশাসনের তরফে মৃতদের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, মৃতেরা হলেন চন্দননগরের খালিসানি এলাকার চপল ধরচৌধুরী (৬০), তাঁর স্ত্রী লিপিকা ধরচৌধুরী (৫১) ও ছেলে কুশল ধরচৌধুরী (২৩)। কালীপুজোর পরে ধরচৌধুরী পরিবার বেড়াতে গিয়েছিল উত্তরাখণ্ডে। বৃহস্পতিবার সকালে একটি ভাড়া গাড়িতে যাচ্ছিলেন বদ্রিনাথের দিকে। চামলি জেলার সারালি থানা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান তিন জন। তাঁদের গাড়ির চালকও মারা গিয়েছেন। উত্তরাখণ্ড প্রশাসনের তরফে ধরচৌধুরী পরিবারের আত্মীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু চন্দননগরে তাঁদের কেউ-ই থাকেন না। বিষয়টি হুগলি জেলা পুলিশকে জানায় ভিনরাজ্যের প্রশাসন। স্থানীয় থানার মাধ্যমে যোগাযোগ করা হয় মৃতদের প্রতিবেশীদের সঙ্গে।
চপলবাবু খলিসানি কলেজে পড়াতেন। অবসর নিয়েছিলেন সম্প্রতি। তাঁর স্ত্রী চন্দননগরের একটি স্কুলের শিক্ষিকা। প্রতিবেশী সনৎ রায়চৌধুরী বলেন, “প্রতি বছরই ওঁরা কালীপুজোর পরে সপরিবার বেড়াতে যেতেন।”
শিশু চিত্র উৎসব। সম্প্রতি চন্দননগরের ফরাসি মিউজিয়ামের অডিটোরিয়ামে ‘সৃষ্টি আর্ট অ্যাকাডেমি’র উদ্যোগে শিশু চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। যন্ত্রানুষঙ্গের মাধ্যমে শব্দের মূর্চ্ছনা সৃষ্টি করে সেটি শুনে ছবি আঁকেন শিল্পীরা। পাশাপাশি, ‘ছবির ভাষা’, ‘সমাজ সচেতনতার ছবি’, ‘লোকশিল্প ও ছবি’, ‘সাহিত্য ও ছবি’, ‘আবৃত্তি ও ছবি’ এই বিষয়গুলি নিয়ে আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাহিত্যিক সর্বাণী বন্দ্যোপাধ্যায়, চিত্রশিল্পী রণজিৎ পাল, আবৃত্তিশিল্পী পূর্ণিমা পাল প্রমুখ। |