জমি নিয়ে বিবাদের জেরে এক চাষির ৩০ কাঠা জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুড়শুড়ার বৈকুন্ঠপুর গ্রামে। অভিযোগ দায়ের হয়েছে পুড়শুড়া থানায়। পুলিশ অভিযুক্তদের খুঁজছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নিজের জমিতে আলু, কপি এবং পটল চাষ করেছিলেন রবিন জানা নামে এক চাষি। তাঁর জমি নিয়ে গ্রামেরই এক ব্যক্তির বিবাদ চলছিল। অভিযোগ, বৃহস্পতিবার রাতে রবিনবাবুর জমির ফসল নষ্ট করে দেওয়া হয়। আলু, কপি এবং কুমড়ো গাছ কেটে, ছিঁড়ে ফেলে জমি তছনছ করা হয়। ওই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। রবিনবাবু বলেন,“বিনা কারণে আমার জমির মালিকানা নিয়ে প্রশ্ন তুলে এই ভাবে আমার ক্ষতি করা হল। জমির সব কাগজপত্র রয়েছে। পুলিশ জানে।”
|
সমাজসেবী সংস্থা ‘শ্রীরামপুর সঙ্গম’-এর মুখপত্র প্রকাশিত হল। নাম ‘সঙ্গমবার্তা’। গত শনিবার শ্রীরামপুর টাউন হলে এক অনুষ্ঠানে বইটির উদ্বোধন করেন সাহিত্যিক বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়। বইটি সম্পাদনা করেছেন শ্রীরামপুর কলেজের শিক্ষক বিজিত ঘোষ। সংগঠনের সভাপতি চিকিৎসক শঙ্কর দাস জানান, সারা বছর ‘সঙ্গম’বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে। মুখপত্রে বিভিন্ন রোগের খুঁটিনাটি-সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। |