শহরে গোলমালের খবর পেতে কলকাতা পুলিশকে বিশেষ ই-মেল আইডি খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পুলিশের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “অনেক সময়ে গোলমালের খবর ফোনে দেওয়া যায় না। সাধারণ মানুষ ওই ই-মেলে তা জানাতে পারবেন। এ ছাড়া, নানা বিষয়ে পরামর্শও দিতে পারবেন নাগরিকেরা।”
এ দিন মুখ্যমন্ত্রী জানান, উৎসবের সময়ে অনেকে গোলমাল পাকানোর চেষ্টা করেছিলেন। পুলিশ ও উৎসব উদ্যোক্তাদের সহযোগিতায় তা এড়ানো গিয়েছে। ভবিষ্যতে এ ধরনের গোলমাল যাতে না হয়, সে ব্যাপারে বিভিন্ন ক্লাব ও উৎসবের আয়োজকদের সতর্ক থাকতে বলেছেন তিনি। |
উৎসবের মরসুম নির্বিঘ্নে কাটায় পুজোর উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা পুলিশ। তাতে মুখ্যমন্ত্রী ছাড়াও মেয়র শোভন চট্টোপাধ্যায়-সহ নানা ধর্মীয় সংগঠনের কর্তারা উপস্থিত ছিলেন।
পুজোয় ভাল কাজের জন্য ১৬ জন স্বেচ্ছাসেবককে পুরস্কৃত করে পুলিশ। তাঁদের ‘গ্রিন পুলিশ’-এ চাকরি দেওয়ার নির্দেশও দিয়েছেন মমতা। তিনি বলেন, “গ্রিন পুলিশে তেমন ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে না। তাই আপাতত ওই কাজেই নিয়োগ করা হোক। পরে ট্রেনিং পেলে পদোন্নতিও হবে।”
গত বছর রাজ্য সরকার কয়েকশো ক্লাবকে আর্থিক অনুদান দিয়েছিল। তা নিয়ে বিতর্কও হয়। এ দিন ফের ক্লাবগুলিকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে এই অনুদান দেওয়া হবে। যে সব পুজো কমিটির ক্লাব রয়েছে, তারাও অনুদান পাওয়ার জন্য আবেদন জানাতে পারে।” |