বাসের ধাক্কায় মৃত্যু হল এক তরুণীর। শুক্রবার, বাইপাসে। মৃতের নাম সায়ন্তনী নন্দ (২৩)। আদতে কাঁথির বাসিন্দা সায়ন্তনী চিংড়িহাটার একটি মেসে থাকতেন। তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন। পুলিশ জানায়, প্রগতি ময়দান থানা এলাকায় বাসন্তী হাইওয়ে যাওয়ার লিঙ্ক রোডে রাস্তা পেরোতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। বাসটি আটক হলেও চালক পলাতক।
|
ব্যঙ্গচিত্র-কাণ্ডে ক্ষতিপূরণ মেলেনি, নালিশ কমিশনে |
রাজ্য মানবাধিকার কমিশনের সুপারিশ সত্ত্বেও ব্যঙ্গচিত্র-কাণ্ডে ক্ষতিপূরণ পাননি দুই অভিযুক্ত। এই নিয়ে ফের কমিশনের দ্বারস্থ হয়েছেন ওই দুই অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অম্বিকেশ মহাপাত্র এবং তাঁর প্রতিবেশী সুব্রত সেনগুপ্ত। কিছু দিন আগে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে একটি ব্যঙ্গচিত্র ঘিরে রাজ্য-রাজনীতিতে তোলপাড় চলে। মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করে রাজ্য সরকারের কাছে সুপারিশ করে, ক্ষতিপূরণ বাবদ অম্বিকেশবাবু ও সুব্রতবাবুকে ৫০ হাজার টাকা করে দেওয়া হোক। এই ব্যাপারে কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা অক্টোবরেই পেরিয়ে গিয়েছে। ওই দু’জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। অম্বিকেশবাবুরা শুক্রবার ই-মেলের মাধ্যমে কমিশনকে জানান, নির্ধারিত সময়ে ক্ষতিপূরণের সুপারিশ রূপায়ণ করেনি সরকার।
|
নারকেলডাঙা রোডে একটি বাড়িতে চড়াও হয়ে অন্তঃসত্ত্বা বধূকে লাথি মেরে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। কালীপুজোর রাতে তপতী দাস নামে ওই বধূর স্বামী, শাশুড়ি, ভাশুরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ জানায়, বাড়িটির একাংশ কিনে বাস করেন সোমনাথ দত্ত নামে এক ব্যক্তি। অংশ দখল নিয়ে মামলার জেরে সোমনাথ দুষ্কৃতীদের নিয়ে ওই বাড়িতে চড়াও হন বলে এফআইআরে জানান তপতীর শাশুড়ি জয়া দাস।
|
যাদবপুরের নবনগরে নীতেশ কিশোর (২২) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে নিজের ঘরে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করেছেন। এ দিনই নৈহাটিতে জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম ভাস্কর দাশগুপ্ত (৩৫)। নৈহাটির বিজয়নগরের বাসিন্দা ভাস্কর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান। |