|
|
|
|
জমির পাট্টা পাচ্ছেন না আদিবাসীরা, মিছিল |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বসবাস করলেও ওই জমির পাট্টা দেওয়া হচ্ছে না। ফলে প্রয়োজনীয় পাট্টা না থাকায় সরকারি প্রকল্পে গৃহ তৈরি হচ্ছে না রামপুরহাটের আদিবাসীদের একাংশের। এই অভিযোগ তুলে শুক্রবার বিজেপির নেতৃত্বে রামপুরহাট ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দফতরে মিছিল করে পৌঁছলেন শতাধিক আদিবাসী। জমি সরেজমিন তদন্ত করে সরকারি প্রকল্পের সুযোগ করে দেওয়ার দাবিতে রামপুরহাট ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে আবেদনও করলেন তাঁরা। এ দিন ওই দফতরে রামপুরহাট থানার মাটিমহল, হরিনাথপুর, ভাটিনা, পিয়ারশালা, বনরামপুর, বারোমেসিয়া, তেঁতুলবাঁধি, বড়গেছিয়া, ডহরলাগি, খরবনা গ্রাম থেকে ১৪৯ জন আদিবাসী ওই আবেদনপত্র জমা দেন।
দফতরে আসার আগে এ দিন সকালেই নিজেদের দাবির সমর্থনে বিজেপির নেতৃত্বে ওই আদিবাসীরা রামপুরহাটের কামারপট্টি মোড় থেকে গাঁধী পার্ক স্টেডিয়াম লাগোয়া বিএলআরও অফিস পর্যন্ত মিছিল করে শহর পরিক্রমা করেন। ভাটিনা গ্রামের বাসিন্দা বাবুরাম হেমব্রম, হপন কুড়া মাড্ডিদের অভিযোগ, “দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় আমরা আদিবাসীরা বসবাস করছি। অথচ আমাদের কোনও পাট্টা দেওয়া হচ্ছে না।” আন্দোলনকারীদের আর এক জন কণিকা সোরেনের দাবি, “ওই পাট্টা না থাকায় আমরা সরকারি প্রকল্পে নিজেদের বাড়ি নির্মাণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি।” এ দিকে, বিজেপির জেলা নেতৃত্ব শুভাশিস চৌধুরী, স্বরূপরতন সিংহদের দাবি, “সরকার আদিবাসী ভূমিহীনদের প্রাধান্য দিয়ে পাট্টা বিলির কথা বললেও রামপুরহাট ১ ব্লকে তা কার্যকর করা হচ্ছে না।” তাঁদের অভিযোগ, কেবল মাত্র তৃণমূল কর্মী সমর্থকদেরই সরকারি প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়া হচ্ছে। সরকারের কাছে তাঁরা এ নিয়ে উপযুক্ত তদন্তেরও দাবি করেছেন।
এ বিষয়ে রামপুরহাট ১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মহম্মদ মনিরুদ্দিনের অবশ্য দাবি, সরকারি খাস জমি না মেলার জন্যই ‘নিজ ভূমি ও নিজগৃহ প্রকল্পে’ ভূমিহীনদের জমি দান করা যাচ্ছে না। তিনি বলেন, “চলতি বছরেই রামপুরহাট ১ ব্লকে ৬৯ জনকে ওই প্রকল্পের আওতায় ৫ শতক করে জমি দেওয়া হয়েছে। এ দিন যাঁরা সরকারি জমিতে দীর্ঘদিন বাস করার পরও তাঁদের পাট্টা দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছেন, তাঁদের আবেদনগুলি খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেব।” পাশাপাশি অন্যান্য অভিযোগগুলিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। |
|
|
|
|
|