ছাত্রের ঝুলন্ত দেহ বোলপুরে |
একাদশ শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা তৈরি হল বোলপুরে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম বাবন হাজরা (১৯)। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল বাবন। শুক্রবার সকালে বাবনের মৃতদেহ উদ্ধার হলে এলাকার লোকজন পুলিশ কুকুর এনে তদন্ত করার দাবি জানাতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের এই বাদি ঘিরে দেহ উদ্ধার করতে সমস্যা হয় পুলিশের। জেলার পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু হয়েছে। ওই ছাত্রের দেহ ময়না-তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে আমোদপুর-গড়গড়িয়া রাস্তার উপর সিপুর টোটার কাছে স্থানীয় পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র বাবনের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দাদের একাংশ। খবর দেওয়া হয় পুলিশে। পরে স্থানীয় বাসিন্দাদের দাবি মতো বর্ধমান থেকে পুলিশ কুকুর নিয়ে এসে ঘটনার তদন্ত শুরু করা হয়। পুলিশ কুকুর বাবনের দেহের কাছে গিয়ে পাশের একটি গাছ ও লাগোয়া নদীতে যায়। পরে ফের মৃতদেহের কাছে ফিরে আসে। পুলিশ জানিয়েছে, বাবনের ব্যাগ থেকে দু’টি চিঠি উদ্ধার হয়েছে। বিকালে মৃতদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়।
|
পুকুরের জলে ভেসে ওঠা এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সদাইপুর থানা এলাকার চিনপাই গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম লক্ষ্মণ মুর্মু ওরফে হারেম (৬২)। তাঁর বাড়ি ওই গ্রামেরই আশ্রম পাড়ায়। এ দিন গ্রামেরই কামার পুকুরে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, লক্ষ্মণবাবু গত কয়েকদিন থেকে নিখোঁজ ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, নেশাগ্রস্থ অবস্থায় কোনও ভাবে জলে পড়ে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে তাঁর। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
|
দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট-দুমকা রোডের উপর সুরুচুয়া মোড়ের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম সীতারাম হাঁসদা (৬০)। তাঁর বাড়ি রামপুরহাটের সুরুচুয়া গ্রামে। সুরুচুয়া মোড়ে রাস্তা পেরনোর সময়ে রামপুরহাটমুখী একটি ট্রাক ওই বৃদ্ধকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। পুলিশ জানায়, মৃতার নাম আলিমা বিবি (৬০)। বাড়ি নলহাটি থানার আমগাছি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে রান্না করার সময় কোনও ভাবে কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হন আলিমা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মহকুমা হাসপাতালে। সেখানেই গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় আলিমা বিবির মৃত্যু হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। |