সোনার গয়নায় সাজেন বুড়া মা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
রাত পোহালেই সোনায় সেজে উঠবেন বালুরঘাটের বুড়া কালী। শহরের বাসিন্দাদের কাছে যিনি আদরের বুড়া মা। স্থানীয় কুঠিকাছারি এলাকায় বিশাল পাকা মন্দিরে অধিষ্ঠিতা কালে কালে আজ সকলের বুড়া কালী। সারা বছর মানতের সোনাদানা রুপো চাদি থেকে তৈরি সোনার মুকুট ও রকমারি অলঙ্কারে কালীপুজোর রাতে যেন নতুন রূপে সেজে ভক্তদের ধরা দেবেন বুড়া কালী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের প্রাচীন ও জাগ্রত বুড়া কালীর পুজোকে ঘিরে রয়েছে বহু লোকশ্রুতি। দিনাজপুরের ইতিহাস ঘেঁটে জানা যায়, বর্তমান বুড়াকালী বাড়ির জায়গায় ছিল আত্রেয়ী নদীর সদর ঘাট। কুঠিকাছারির জমিদার আমলে আত্রেয়ীর বালুকাময় তট ও জঙ্গলে ঘেরা এই ঘটেই নদীপথে বড় বড় নৌকা ও বজরায় চলত। পরবর্তী কালে আত্রেয়ী গতি পথ পাল্টে পশ্চিম দিকে সরে যায়। কথিত আছে, এর পরেই মাটি ভেদ করে পাথরের আবক্ষ কালী মূর্তির আবির্ভাব হয়। বহু বছর আগে ঝোপ জঙ্গলে ঘেরা আত্রেয়ী নদী ও খাঁড়ি সন্নিহিত এলাকায় ডাকাত কালী, বাসস্ট্যান্ড এলাকায় মোটর কালী সহ শহরের কয়েকটি প্রাচীন কালীর মধ্যে কুঠিকাছারির বয়রা কালী ছিলেন। পরবর্তীতে তাই শহরবাসীর আদরের ডাক নামে বুড়াকালীর মাহাত্ম্য ও বিশ্বাসে বিন্দুমাত্র চিড় ধরেনি। ৩৬৫ দিন বুড়া মার অন্নভোগ, আরতি, পুজোর পাশাপাশি মন্দির চত্বরে অধিষ্ঠিত বিশাল মহাদেবও নিত্য পুজিত হন। দীপাবলির রাতে বহু মানুষ ভিড় করে পুজো দেন বুড়া মায়ের। আলোকমালায় সেজে উঠেছে গোটা বুড়াকালীর মন্দির। মন্দির চত্বর ও আশেপাশে কড়া পাহারার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন।
|
পঞ্চায়েত নির্বাচনে কোন আসনে প্রার্থী দিলে জয় সুনিশ্চিত তা জানতে সমীক্ষা শুরু করছে কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লক। সোমবার দলের জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে সমীক্ষা শেষ করে জেলা কমিটির কাছে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। দলের জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “এবার সার্বিক বাম ঐক্যের ভিত্তিতে আমরা পঞ্চায়েত ভোটে লড়তে চাই। ভোটদাতা এবং নিচুতলার কর্মীদের মত যাচাই না করে আসন দাবি করা হলে সমস্যা হতে পারে।” রাজ্যে পালাবদলের পর জেলার রাজনৈতিক ছবিও পাল্টে গিয়েছে। শরিক দলে দ্বন্দ্ব কমেছে। তাই আগেভাগে নিচু তলার কর্মীদের মত গুরুত্ব দিয়ে পচ্ছন্দের আসনের তালিকা চূড়ান্ত করার উপরে গুরুত্ব দিচ্ছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। দলের এক জেলা নেতা জানান, বামফ্রন্টের ‘গাইড লাইন’ অনুযায়ী দখলে থাকা আসন তো বটেই দ্বিতীয় স্থানে থাকা দলের প্রার্থী পরের নির্বাচনে ফ্রন্টগত ভাবে প্রতীক পাবেন এমনই নিয়ম। তাই এ বার কোচবিহারে বাস্তব পরিস্থিতি যাচাই করে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বামফ্রন্ট নেতৃত্ব।
|
কালীপুজোর চাঁদা নিয়ে পুজোর উদ্যোক্তা ক্লাবগুলির সঙ্গে বিবাদে জড়িয়ে যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে বালুরঘাট-শিলিগুড়িগামী রাতের বেসরকারি লাক্সারি বাস মালিকদের বিরুদ্ধে। গত দুদিন ধরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বাসগুলিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কিছু ক্লাব সদস্যরা মিলে আটকে বিক্ষোভ দেখাচ্ছে বলে মালিকদের অভিযোগ। ফলে বালুরঘাট-শিলিগুড়ির মধ্যে রোজ রাতে যাতায়াতকারী ১৪টি বাস কালিয়াগঞ্জকে এড়িয়ে মালিকেরা চালাচ্ছেন বলে অভিযোগ। কালিয়াগঞ্জের আগে ফতেপুর দিয়ে দুর্গাপুরের রাস্তা ধরে রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি যাতায়াত করছে বাসগুলি। ফলে বালুরঘাট এবং শিলিগুড়ির দিক থেকে যাত্রীরা কালিয়াগঞ্জে যেতে না পেরে দুর্ভোগে পড়েছেন।
|
বাপি লাহিড়ীর মতো গায়কের সঙ্গে দেখা করানোর টোপে বাংলাদেশের এক কিশোর-গায়ককে চোরাপথে ভারতে এনে গা ঢাকা দিয়েছে এক প্রতারক। সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে ওই কিশোরকে পুলিশ উদ্ধার করে। পুলিশ জানায়, আটক কিশোরের নাম সৈয়দ হাসনান। বাংলাদেশের লক্ষ্মীপুরে জেলার রাইপুরের বাসিন্দা বিমা সংস্থার অফিসার মহম্মদ আলিম্বিরের ছেলে সৈয়দ এলাকায় কিশোর-গায়ক হিসেবে পরিচিত। নানা অনুষ্ঠানে গানও গায় সে। |