কাজের সুবিধার্থে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগসূত্র গড়ে তোলার কাজ শুরু করছে রাজ্য সরকার। সোমবার পুরুলিয়ায় সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো পরিদর্শনে এসে একথা জানিয়েছেন রাজ্য সরকারের হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান সুগত মারজিৎ। তিনি বলেন, “আমরা ‘ষ্টেট ওয়াইজ ইউনিভার্সিটি নেটওয়ার্ক(সান)’ নামে একটি কর্মসূচির কাজ শুরু করেছি। গত শনিবার কলকাতায় এই কর্মসূচি রুপায়ণের লক্ষ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে প্রাথমিক বৈঠকও হয়েছে।” তাঁর কথায়, “প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলির যোগাযোগ গড়ে তুলতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এর ফলে এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরেক বিশ্ববিদ্যালয়ের সমন্বয় গড়ে উঠবে। তাতে একে অপরের কাছ থেকে সাহায্য পেতে পারবে।” |
এ দিন তিনি বর্তমানে পুরুলিয়া শহরের বিবেকানন্দ নগরে (বোঙাবাড়ি) যেখানে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন চলছে সেখানে যান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করেন। পরে শহরে জেলা পরিষদ লাগোয়া বিশ্ববিদ্যালয় কার্যালয়ে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়েও বৈঠক করেন। সুগতবাবু বলেন, “বৈঠকে কিছু সমস্যার কথা উঠে এসেছে। কী ভাবে সে সব সমস্যার দ্রুত সমাধান করা যায় তার জন্য আমি সরকারের সঙ্গে কথা বলব।” এ দিন পুরুলিয়া দুর্নীতি বিরোধী নাগরিক মঞ্চের পক্ষ থেকে তাঁকে সম্প্রতি শিক্ষক নিয়োগে কিছু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে জানিয়ে তদন্তের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। সুগতবাবু বলেন, “পুরুলিয়ার কলেজগুলিতে শিক্ষক পাওয়া যাচ্ছে না বৈঠকে এই সমস্যার কথা উঠেছে। আগামী মার্চ মাসের মধ্যে যাতে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করা যায় তা দেখছি।” |