বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সেকেন্দ্রায়
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
দিন কয়েক আগে সেকেন্দ্রার ঘোষপাড়া থেকে কয়েকশো বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। অতীতে হাজার-হাজার বোমা উদ্ধারকে কেন্দ্র করে ওই এলাকা উত্তপ্ত থাকত। বহু লোক হতাহতও হয়েছেন। কিন্তু সাম্প্রতিককালে অনেকটা শান্ত সেকেন্দ্রাতে তাজা বোমা উদ্ধারকে ঘিরে যুযুধান দুই দল-কংগ্রেস ও সিপিএম একে অপরকে দোষারোপ করছে। পুলিশের সন্দেহ পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় নতুন করে অশান্তি পাকাতে এইভাবে মাটির নীচে বোমাগুলি পুঁতে রাখা হয়েছে। শনিবার বোমা স্কোয়াডের সদস্যেরা অবশ্য সেগুলিকে নিষ্ক্রিয় করেছেন। কংগ্রেসের রঘুনাথগঞ্জ-২ ব্লকের সম্পাদক প্রকাশ সাহা বলেন, “ওই এলাকায় বরাবরই সিপিএমের আধিপত্য রয়েছে। শান্ত এলাকায় নতুন করে অশান্তি তৈরি করতে সিপিএমের দুষ্কৃতীরাই এভাবে বোমা পুঁতে রেখেছে। এলাকায় হারানো প্রভাব পুনরুদ্ধার করতেই সিপিএম সমর্থকেরা এই বোমার আমদানি ঘটিয়েছে।” অন্যদিকে সিপিএমের জেলা কমিটির সদস্য সেমনাথ সিংহ রায় বলেন, “গিরিয়া ও সেকেন্দ্রাতে পঞ্চায়েত সিপিএমের দখলে থাকলেও কোন কাজকর্ম করতে পারে না তারা। সমস্ত এলাকা কংগ্রেস দখল করে নিয়েছে। কার্যত ঘরবন্দি সিপিএম কর্মীরা কোনও রাজনৈতিক কার্যরলাপও চালাতে পারে না। কাজেই বোমা এনে সন্ত্রাস চালানোর ক্ষমতা আমাদের নেই। পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকায় আমরা লড়তে পারব কিনা সন্দেহ।”
|
জয়ী কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
‘শিক্ষা বাঁচাও কামিটি’র প্রার্থীদের পরাস্ত করে ইসলামপুর থানার আমিরাবাদ হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির ৬টি আসনই জিতে নিল কংগ্রেস। গত রবিবার সেখানে নির্বাচন হয়। মুর্শিদাবাদের সাংসদ মান্নান হোসেনের দাবি, “নামে শিক্ষা বাঁচাও কামিটি’ হলেও আসলে সেটি কংগ্রেসকে পরাস্ত করার জন্য তৃণমূল এবং সি পি এমের জোট মাত্র।” পাশের রানিতলা থানার খড়িবোনা কে সি কে হাইমাদ্রাসার পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির ৬টি আসনের মধ্যে ৫টি দখল করল কংগ্রেস। বাকি একটি আসন ধরে রাখল সি পি এম। ফলে ৩৫ বছর পর ওই পরিচালন সমিতি সি পি এমের হাতছাড়া হতে চলেছে।
|
নওদা আদর্শ ক্লাবের পরিচালনায় মঙ্গলবার অনুষ্ঠিত সারাদিনব্যাপী নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে হরিহরপাড়ার চোঁয়া-কে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হল পলাশিপাড়ার বিজয়নগর সূর্যসেন সংঘ। মোট ৮টি দল এই খেলায় অংশ নেয়।
|
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। নাম মহম্মদ শেখ (৬১)। বাড়ি নওদা থানার শিবনগর গ্রামে। সোমবার বিকেলে পিছন দিক থেকে একটি লরি তাঁকে ধাক্কা মারে। |