কলকাতার দুর্গাপুজোর খ্যাতি বাংলা তথা বিশ্বের সর্বত্র। খ্যাতিতে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনার বারাসাতের কালীপুজোও। কিন্তু পুজোর প্রতিযোগিতায় যে বাংলার জেলাগুলিও পিছিয়ে নেই, তার অন্যতম উদাহরণ নদিয়ার আড়ংঘাটার কালীপুজো।
রাজস্থানের মরুভূমি এ বার দেখা যাবে সমতলে। বালির মধ্যে হেঁটে বেড়াবে উট, থাকবে খেজুর গাছ। শিল্পী শুভজিৎ দে এবং সুজয় দের সম্মিলিত প্রচেষ্টায় এ ভাবেই বাস্তব হয়ে উঠছে আড়ংঘাটার জনকল্যাণ সংঘের কালী পুজো মণ্ডপ। অন্যদিকে হোগলা পাতা দিয়ে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে সেজে উঠছে ইউফোরিয়া ক্লাবের পুজো মণ্ডপ। রাজস্থানের বিশ্বেশ্বর মন্দিরের আদলে থাকছে ইয়ুথ ক্লাবের পুজো মণ্ডপ। |
লাগছে ঝাড়বাতি। রানাঘাটের একটি মণ্ডপে। ছবি: সুদীপ ভট্টাচার্য। |
ঝাড়বাতিসহ দিল্লির অক্ষরধাম মন্দিরের দর্শন পাওয়া যাবে যুবক সংঘের পুজো মণ্ডপে। পাতালে দেবীদর্শন করতে হলে যেতে হবে হিউম্যান লাভার্স অ্যাসোশিয়নের মণ্ডপে। পাহাড়ের মধ্যে দিয়ে পাতাল প্রবেশ করে এখানে দেখতে পাওয়া যাবে জীবন্ত ভাল্লুক, একাধিক দেবীর মন্দির এবং পিতলের রঙের কালীমূর্তি। ১৩০ ফুট চওড়া এবং ৯০ ফুট উচ্চতা বিশিষ্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুকরণে তৈরি বিশাল মণ্ডপ এ বার পুষ্পক ক্লাবের বিশেষ আকর্ষণ। সামনে থাকবে গার্ডেন। বসবে মেলা।
চট, বাঁশের ঝুড়ি,চটা ও কাঠের গুঁড়ো দিয়ে ওড়িশার বলরাম মন্দিরের অনুকরণে তৈরি আপনজন ক্লাবের পুজো মণ্ডপ। মণ্ডপে থাকছে কৃষ্ণনগরের প্রতিমা। বাঁশের শিল্পকে বাঁচাতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। কাপড়, থার্মোকল,পুতুল এবং ফুল দিয়ে তামিলনাড়ুর মীনাক্ষী মন্দিরের আদলে তৈরি নীহারিকা ক্লাবের মণ্ডপ। বাঁশ, ঝুড়ি, পাট, কুলো, কড়ি দিয়ে রথের আদলে তৈরি হবে ইয়ং স্টার ক্লাবের পুজো মণ্ডপ। কর্নাটকের সাঁইবাবার মন্দির দর্শন করলে যেতে হবে উত্তরণ ক্লাবের মণ্ডপে। শশ্মানের আদলে তৈরি হচ্ছে গোল্ডেন টাচ ক্লাবের পুজো মণ্ডপ। বিভিন্ন রকমের মাটির মডেল দিয়ে তৈরি হবে আনন্দ নিকেতনের বিশ্বশান্তির উদ্দেশ্যে তৈরি পুজো মণ্ডপ। এ ছাড়াও থাকছে শতদল ও পিয়াসী ক্লাবের মণ্ডপ। আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও কালীপুজো সমন্বয় কমিটির চেয়ারম্যান শিশির সেন বলেন, ‘‘এই পঞ্চায়েত এলাকায় ৩৯টি পুজো হয়। যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি বড় পুজো।’’ তিনি আরও জানান, নির্বিঘ্নে পুজো পরিচালনা করার জন্য একটি শিবির তৈরি করা হবে। পুজোকমিটি, পুলিশ এবং জনপ্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন।’
সব মিলিয়ে বলাই যায়, এ বার আড়ংঘাটার কালীপুজো জমজমাট। |